![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা শুধু নিজের ভেতর রাখো। দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না।
অবৈধ শারিরীক সম্পর্ককে উত্সাহিত করছে কথিত জন্মনিয়ন্ত্রণ ঔষধ কোম্পানী গুলো ।।
দাম্পত্ত জিবনে কম সন্তান নিয়ে যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝে যে কম সন্তানে কত বড় ভুল ।
টিভি বিজ্ঞাপনে দেখানো হচ্ছে শারিরীক সম্পর্ক ঘটিয়েছে কোনো জন্মনিয়ন্ত্রণ ছাড়াই , বিজ্ঞাপনের শারিরীর সম্পর্ক কারীরা বিবাহিত নাকি অবিবাহিত প্রকাশ করা হয়নি ।। বিজ্ঞাপন বলছে এমন ঔষধ আছে যে সমস্যা নাই ।
দেশে লক্ষ লক্ষ দম্পতি আছে যাদের কোনো সন্তান নাই , একটি সন্তানের আশায় ওরা কত কি যে করছে তার ইয়াত্তা নাই ।
নির্মম এটা যে কোনো নারী বা পুরুষ সন্তান না নিতে পেরে আনন্দ প্রকাশ করে । শ্রেষ্ঠ সৃষ্টি মানুষই আজ ভোগ বিলাসীদের কাছে আবর্জনার শামিল ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এর সূত্রপাত কিন্তু ১৯৭১ জি-৮ সম্মেলন নিক্সন এর গোপন সভার বক্তব্য,''এশিয়া এবং আফ্রিকাতে জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে আশংকাজনক হারে।এ ধারা অব্যাহত থাকলে ২০০০সালের মধ্যে তাদের জনসংখ্যা পশ্চিমের চেয়ে ১০০কোটিরও অধিক হয়ে যাবে।ফলে এই গ্রহ নিয়ন্ত্রনের ক্ষমতা আমাদের হাত থেকে ওদের হাতে চলে যাবে।এখনই আমাদের এ ব্যপারে উদ্যোগ নেয়া প্রয়োজন''
এরপর থেকেই তৃতীয় বিশ্বে জনসংখ্যা নিয়ন্ত্রন তত্ত্বের জয় জয়কার।
ধারণা করা হয় তারপরই উদ্ভব ঘটে মানব সৃষ্টির ইতিহাসের এক ভয়ংকর মহামারী 'এইডস্'।জাতিসংঘের ''গুটিবসন্ত টিকা'' প্রোগ্রামের মাধ্যমে যা ছড়িয়ে দেয়া হয় তৃতীয় বিশ্বে!!!
দৃষ্টি আকর্ষনের জন্য অনেক অনেক ধন্যবাদ।
@ ভুমিহিন জমিদার বলেছেন: বিষয় টা নিয়ে আরো বড় কিছু লিখুন। সচেতনতা দরকার।........সহমত
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:২০
নতুন বলেছেন: বেশি সন্তান নেয়া যে আমাদের দেশের দারিদ্রের আরেক কারন তা কি দেখতে পান?
আর জন্মনিয়ন্ত্রণ ষড়যন্ত্র কেন হবে? উন্নতদেশের সবাই জন্মনিয়ন্ত্রণ নিজেরাই করছে। যদি তারা নিজেদের সংখ্যা না বাড়িয়ে আমাদের নিয়ন্ত্রন করতো তবে তা ষড়যন্ত্র হতো।
আমাদের দেশ ছোট এতে এখন ১৭ কোটি মানুষ আছে<< যদি নিয়ন্ত্রন না শুরু হতো তবে ২৫ কোটি থাকতো<< ২০২৫ এ ভবিষ্যতে ৫০ কোটি হতো<<
একটু চিন্তা করুন এদের বাড়ীঘর কোথায় করতো আর কোথায় ফসল ফলানোর জায়গা পেতেন?
আপনার দাদা বা তার বাবার কতটুকু সম্পত্তি ছিলো? তার কয়জন সন্তান ছিলো? এখন আপনার কাজিন কয়জন? তারা কতটুকু সম্পত্তির পেয়েছে জন্মসুত্রে?
আমার দাদার ১০ সন্তান+ নানার ৭ সন্তান << এখন আমি আমার সব চাচাতো/মামাতো/ফুফাতো ভাইবোন আর তাদের সন্তান মিলে সবাইকে আমি চিনি না।
৪| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
অপ্রকাশিত ছদ্মনাম বলেছেন: আমি বুঝাতে চেয়েছি অবৈধ শারিরীক সম্পর্ককে উত্সাহিত করছে কথিত জন্মনিয়ন্ত্রণ ঔষধ কোম্পানী গুলো ।। @নতুন
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ভুমিহিন জমিদার বলেছেন: বিষয় টা নিয়ে আরো বড় কিছু লিখুন। সচেতনতা দরকার।