![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন বোনের যাত্রা। নদী পার হওয়ার আগে সেলফিতে তোলা ছবির নীচে লেখা। ফেসবুকে দেওয়া হয়ে গেছে। সাধারন চেহারার একেবারে সাদামাটা ছবি। তিনজনের মধ্যে দুজন তরুণী আর একজন কৈশর পেরিয়ে তারুণ্যেও দিকে হাটছে। অন্য সময় হলে এ ছবি শুধু বন্ধু,স্বজন,আপনরা দেখতো কিšতু এখন মিডিয়ার কল্যাণে অনেকে দেখছে। কারণ তাদের যাত্রা আর নদী পার হওয়া না। তারা যাত্রা করেছে অন্যভ’বনে। এ দুনিয়া থেকে অন্য দুনিয়ায় ইšেতকাল বা বদলী হয়েছে।
তিন বোন সেখানে কেমন আছে কে জানে। এই ভ’বনে থেকে সেটা জানা যাবে না।
কোন মোবাইল ফোন দিয়ে হ্যালো বলা যাবে না।
হাই সিস, ওয়াট্স আপ দিয়ে কোন এস এম এস পাঠানো যাবে না।
ফেসবুকে কোন ষ্ট্যাটাস দিবে না।ুু
মাথায় ভেতর ঘুরছে শুধু হাস্যোজ্জল প্রাণবন্ত তিন রবি।
অন্যভ’বণে যাওয়ার আগে তিন বোনের রেখে যাওয়া শেষ ছবি।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
মুহাই বলেছেন: মাথায় ভেতর ঘুরছে শুধু
হাস্যোজ্জল প্রাণবন্ত তিন রবি।