নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধু হও, সাধু সাজিও না

কথামৃত

ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কু্লক্ষয়

কথামৃত › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ : কত প্রাচীন একটা বই!

০২ রা জুন, ২০২৪ সকাল ৮:১৮

১৭৯৮ সালে রচিত এই বইটি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের প্রাচীনতম বর্ণনা।

বইটা সম্বন্ধে ~
সময়টা তখন অস্থিরতার, বার্মার রাজা আরাকান দখল করে চট্টগ্রাম দখলের হুমকি তৈরি করেছেন। দলে দলে শরণার্থী চট্টগ্রামে আসছেন সেখান দিয়ে। কিছুদিন আগে বার্মার এই রাজা লুণ্ঠন করেছেন আসাম ও মনিপুর! কৌতূহলী মন নিয়ে বুকানন এই অঞ্চলের সমাজ, ধর্ম ও সংস্কৃতি বুঝতে চেয়েছেন।বাঙালি, মারমা, চাকমাসহ চট্টগ্রামের নানান জনগোষ্ঠীর খুঁটিনাটি বিবরণ মিলবে বইটিতে।



বুকাননের ভ্রমণের সময়টিতে এখানে সদ্য গড়ে উঠছে জমজমাট শিল্প ও ব্যবসা, জাতিতে জাতিতে লেনদেনের মধ্য দিয়ে অরণ্যসংকুল এই জনপদ হঠাৎ কর্মচঞ্চল হয়ে উঠছে। হাতি, বাঘ আর নানান বুনো প্রাণী অধ্যুষিত এই প্রাচীন অরণ্যভূমির বদলে যাবার ইতিহাসের সূত্রপাত জানা যাবে এই ভ্রমণকাহিনিতে। চট্টগ্রাম অঞ্চলে মশলা চাষ সম্ভব কি না, সেটা যাচাই করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুকাননকে পাঠিয়েছিল সেখানে। বুকাননের এই অভিযানটি হয়ে উঠেছে ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং প্রাকৃতিক ভূগোল নিয়ে উৎসাহী সকলের জন্য একটি অবশ্যপাঠ্য গ্রন্থ। খুব কম বইই এত অজস্রবার উদ্ধৃত হয়েছে এত ভিন্ন ভিন্ন শাস্ত্রের বিশেষজ্ঞের কাজে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.