![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি দেখিনি কিভাবে লক্ষ প্রানের বিনিময়ে এ দেশ হয়েছে স্বাধীন
কিভাবে রক্তের বন্যায় ভেসেছে দেশ দীর্ঘ নয়টি মাস
কত মা বোন হারিয়েছে সম্মান হয়েছে সর্বনাশ !
স্বাধীনতার ডাকে হায়েনার মুখে
আমি দেইনি আপনজনকে বিদায়
বুকে পাথর চেপে সাহসীর মত,
যুদ্ধের ময়দানে বুলেটের আঘাতে
যে প্রান হয়েছে ক্ষতবিক্ষত !
আমি পাইনি রাইফেলের আঘাতে শরীরে যন্ত্রণা
হৃদয়ে অনুভব করিনি প্রিয়জন হারানোর ব্যাথা
হারাইনি সম্ভ্রম হইনি বীরাঙ্গনা !
তবুও যেন রক্তে জেগে উঠে সাহসী প্রতিবাদ
রক্তের বিনিময়ে জয় করে আনা
এক স্বাধীন দেশের সন্তান আমি
আমার রক্তে প্রতিবাদ যেন মানেনা কোন বাধ
আমরা হটিয়ে দিয়েছি সেই হায়েনাদের
যারা মুছে দিতে চেয়েছিল বাংলাদেশের নাম
করে দিতে চেয়েছিল আমাদের স্বাধীনতা বরবাদ !
রক্তের বিনিময়ে সম্ভ্রমের বিনিময়ে এনে দিয়েছেন যারা
বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার স্বাধীনতা
হৃদয়ে অফুরান ভালোবাসা আর নিয়ে মমতা
আমি বার বার বলি কোটি বার বলি
নিও সালাম নিও শ্রদ্ধাঞ্জলি
হে বীর সন্তান হে বীর বাঙ্গালী !
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! ধন্যবাদ সুজন ভাইয়া
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
সত্যি, মনের থেকে?
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: @সত্যি, মনের থেকে? -- কেন নয়? চাঁদগাজী সাহেব! লোক দেখিয়ে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে কি লাভ? আর যাই হোক মন থেকে ভালো না বাসলে কি আর লেখা যায়! এই যে স্বাধীনতা যারা এনে দিয়েছেন রক্তের বিনিময়ে' তাদের শ্রদ্ধা জানানোর খুব বেশী ক্ষমতা আমার নেই তাই যা সাধ্যে কুলিয়েছে' একখানা কবিতা তাদের উদ্দেশ্যে।
স্বয়ং একজন মুক্তিযোদ্ধা কে আমার লেখায় পেয়ে এখন লেখাটি সার্থক মনে হচ্ছে !
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
নজসু বলেছেন:
সত্যি তো আমরা মুক্তিযুদ্ধ দেখিনি।
মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে, পড়তে পড়তে
এমন হয়েছে যে সব অনুভূতি নিজের করে নিয়েছি।
যুদ্ধ চলছে। এই যুদ্ধের অসীম নায়ক আমিও একজন।
এ আমার দেশ। আমাদের দেশের জন্য যারা নিজের জীবনটা
বিলিয়ে দিয়েছে আজকে তাদের আমরা শ্রদ্ধা জানানো ছাড়া আর কিই বা দিতে পারছি।
দুঃখ হয় কিছু লোক নিজেদের স্বার্থে তাদের অমর্যাদা করে।
আমার প্রিয় বোন কবিতার শব্দে প্রতিবাদ, স্বাধীনতার গন্ধ পেলাম।
বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধা।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: হা সুজন ভাইয়া' কখনো কখনো ভাবি' এখন যেসব ছবি' সিনেমা আর যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের মুখে থেকে তখনকার কথা শুনেই আতঙ্কিত লাগে আর যারা মুক্তিযুদ্ধ করেছেন' সেই সময়ে সম্মান হারিয়েছেন তারা কিভাবে দিন কাটিয়েছেন কেমন সাহসিকতা দেখিয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই তো আজকে আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের সবারই উচিত তার মর্যাদা রক্ষা করা।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
আরোগ্য বলেছেন: খুব ভাল হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: @খুব ভাল হয়েছে -- লেখা ভালো লেগেছে জেনে অঅনুপ্রাণিত হলাম' আরোগ্য ভাইয়া।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই স্বাধীনতার চেতনা যুগ থেকে যগান্ত বয়ে চলে - - -
নিত্য বহমানতা হৃদয় থেকে হৃদয়ে
আত্মা থেকে আত্মায়
অনুভবের অনুরননে - -
একরাশ ভাললাগা আর বিজয় দিবসের অন্তহীন শুভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: @এভাবেই স্বাধীনতার চেতনা যুগ থেকে যগান্ত বয়ে চলে - - -
নিত্য বহমানতা হৃদয় থেকে হৃদয়ে
আত্মা থেকে আত্মায়
অনুভবের অনুরননে - ------ বয়ে চলবে আজীবন !
@একরাশ ভাললাগা আর বিজয় দিবসের অন্তহীন শুভেচ্ছা--- লেখা ভালোলাগায় অনুপ্রানিত এবং আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা, বিদ্রোহী ভাইয়া ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
হাবিব বলেছেন: অসাধারন লাগলো........
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালোলাগায় অনুপ্রাণিত হাবীব ভাইয়া । বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি !
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সাথে আমরা সুর মিলিয়ে বলতে চাই শত শ্রদ্ধাঞ্জলী তোমাদের পায়
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বিনম্র শ্রদ্ধা
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স ভাইয়া ! বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি !
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া। লেখা ভালো লাগায় অনুপ্রাণিত।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইন মন ছুঁয়ে গেল।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার প্রতিটা লাইন মন ছুঁয়ে গেল -- তাই বুঝি ভাইয়া! মন্তব্যে অনুপ্রাণিত
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
কবিতা লেখার দুর্দান্ত প্রচেস্টা।
থীম ভালো, বেশ আবেগ নিয়ে লিখেছেন।
হৃদয় ছুয়ে যায় কিছু লাইন!
ছোট্ট কয়েক জায়গা ঠিক করে দিন।
বর্বাদ হবে না বরবাদ হবে।
আমি বার বার আর কোটি বার বলি
তোমাদের নৈবদ্যে রইল আমার শ্রদ্ধাঞ্জলি/পুষ্পমঞ্জরী,
আপনার লেখা ঠিক করতে হবে না, শেষ অংশটুকুও অন্য ভাবে লিখলে কেমন লাগে দেখলাম!
রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে এনে দিয়েছেন যারা
বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার এই স্বাধীনতা,
হৃদয়ে অফুরান ভালোবাসা আর নিয়ে মমতা,
শিহরিত হৃদয়ে আমি বার বার বলি
হে বীর মুক্তিযোদ্ধা, হে বাংলা মায়ের অকুতোভয়ী সৈনিকেরা
লও সালাম, লও এই শ্রদ্ধাঞ্জলি।
চমৎকার লেখাটার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @শুভ অপরাহ্ন-- শুভ সকাল ভাইয়া ।
@কবিতা লেখার দুর্দান্ত প্রচেস্টা।
থীম ভালো, বেশ আবেগ নিয়ে লিখেছেন।
হৃদয় ছুয়ে যায় কিছু লাইন! :`<--- ভালো লেগেছে জেনে খুশী লাগলো কারন কবিতাটি আসলেই অনেক আবেগ নিয়ে লিখেছি ।
@ছোট্ট কয়েক জায়গা ঠিক করে দিন।
বর্বাদ হবে না বরবাদ হবে।
আমি বার বার আর কোটি বার বলি
তোমাদের নৈবদ্যে রইল আমার শ্রদ্ধাঞ্জলি/পুষ্পমঞ্জরী,-- ধন্যবাদ ভাইয়া । বরবাদ বানান ঠিক করে দিয়েছি । বাকীগুলো নিজের মতই রাখলাম, নিজের সৃষ্টি আমার ভাঙতে ইচ্ছে হয়না ।
@আপনার লেখা ঠিক করতে হবে না, শেষ অংশটুকুও অন্য ভাবে লিখলে কেমন লাগে দেখলাম! -- হা হা । আমার লেখাকি ঠিক নেই ভাইয়া ? ভুল আছে কি কিছু ? আপনার ভাবনা ভালো লেগেছে তবে আমার মাঝে কাঠিন্য নেই আমি কঠিন শব্দ তেমন জানিনা ও লেখায় তা নিয়ে আসাও ভালো লাগেনা আমার । সরলতা পছন্দ আমার ।
আপনার জন্যও রইলো শুভকামনা, ভাইয়া ।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: বিজয় মাসের শুভেচ্ছা রইলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: @বিজয় মাসের শুভেচ্ছা রইলো। -- আপনাকেও ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
নজসু বলেছেন:
উপস্থিত।