নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

বাঁচাও সোনারগাঁ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

কবি: আশেক এলাহী হাফছী

আঁকাবাঁকা পথ
মিটে মনোরথ
খালি পায় তাতে হাটি,
দেহ ছোঁয় খাঁটি মাটি।

মখমল তুলতুলে
আলতো পরশ বুলে
সবুজে সুখ চাদর,
পেতে বুক করে আদর।

এমনি মিঠে সুখ
মিটিয়ে মনোদুখ
নব রঙে জীবন রাঙায়,
নানা ঢঙে স্বপন জাগায়।

মধু সুরে গানে
পাখি কলতানে
কেবলি কী ডাকে?
স্মরে রব আল্লাহকে!

পানি মাছ টলমল
দেখা দেয় কভু তল
অপরূপ ঋতু রঙে খাল বিল নদী
আল্লাহর রহমতে বয় নিরবধি।

গাছে ফল ও ফুল
লতা পাতা অতুল
সবুজ সর্গ সোনার গাঁয়,
বারে বারে মন ছুটে যায়।

কারো নেই আফসোস
মেতে রয় নিয়ে জোশ
শান্তিমাখা মনোরম পরিবেশ,
যান্ত্রিক যুগে কৃত্রিমে ক্রমে শেষ!

বৃক্ষরাজি হচ্ছে উজাড়
পরিবেশ সাথী বনবাদাড়
কলকারখানার ঐ কালো ধোঁয়া
ফলাফল বায়ু হয় বিষের ছোঁয়া!

গ্রামীণ এ দৃশ্য
হবার আগে নিঃস্ব
ডুবার আগে বেলা হও সচেতন,
আগামী প্রজন্মের বাঁচবে জীবন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

সাহিত্যের পোকা বলেছেন: দারুণ ছন্দ ও ভাষা। খুব ভালো লেগেছে। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.