নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

কষ্টের সত্বাধিকার

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

-আরসাদুল খান তুহিন
.
আমি দুঃখের কৃষ্ণ-গহীন গহ্বরে
নিমজ্জিত হতে হতেও
শেষ মিনতি করে যাবো,
স্রষ্টার কাছে তাকিয়ে ওই
শূণ্য আকাশ ধূধূ|
চির কষ্টের সত্বাধিকারী
নির্বিচারে করে যান যেনো
একক আমারে শুধু!
.
যতোদিন রবে আসমান জমিন,
পৃথিবীর বুকে পড়বে যতোটা
জীবন্ত মানুষের তিয়াসা-ভরা
চিরকাঙ্খার নিঃশ্বাস,
ততোটা কষ্ট নিভৃতচারে
থাকুক আমার পাঁজরতলে,
বন্দী দশায় দীর্ঘশ্বাসের
ধ্বংসে ভরা ইতিহাস!
.
আমি জন্মিনি সুখ-বিলাসের
তরে, নির্দিধাতে মেনেছি কষ্ট,
সুখী হওয়ার ব্যর্থ-সকল
যজ্ঞ-সাধন শেষে|
সত্বাধিকার একাই পেতে
ব্রহ্মান্ডের উপশিরা হতে,
নির্ভাবনায় নিয়েছি ধরার
কষ্ট সকল শুষে!
.
(আংশিক)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.