নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

নিশিভোর

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

সৌমিত্রী চ্যাটার্জী

সারাদিন তোকে জড়িয়ে ছিলাম আমার ভালবাসায়,
হতাশা দুঃখ ভুলেছি সব তুই পাশে আসায়।
অনেকটা আনন্দ, একরাশ খুশি দিলি যে উপহার,
তোর দুচোখে দেখেছিলাম ছবি যে আমার।

সীমাহীন চাওয়া, কিছুটা না পাওয়া আর কিছু ভাললাগা,
তোর বুকেতেই মিশে যায় রাত, ক্লান্ত দুচোখ জাগা।
অভিমান আর অনুরাগে ভরা আমার চোখ দুটি,
খুঁজে ফেরে শুধু তোর আদর, প্রেম সোহাগের জুটি।

স্বপ্ন দেখানো দিনটিতে ছিল ভালবাসা নদী পার,
তুই আর আমি, শুধু দুজনায় ছুঁয়ে থাকা অপার।
হাতে হাত ছিল, চোখে লজ্জা, আদুরে মোহ মাখা,
সূর্য ডোবা সাঁঝ ছিল শুধু, মনটুকু শুধু দেখা।

ঘড়ির কাঁটায় সময় সরণি কখন যে বয়ে যায়,
ভালবাসা মাখা তোর দুটি চোখ মনেই রয়ে যায়।
স্মিতহাসি মুখে চুম্বিত ঠোঁটে চুম্বন এঁকে দিলি,
বাহুডোরে ভরে বুকে টেনে আরো আপন করে নিলি।

ভালবেসে চুপিচুপি বলি আজ,বলতে মনে আসে লাজ,
তোর ছোঁয়াতেই নতুন জীবন, নতুন মালা গাঁথা কাজ।
থাকিস মনের গোপন আলয়ে, দিবারাত সখা মোর,
থাকব আমিও তোর মনেরি দেবালয়ে নিশিভোর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: ভাল শেয়ারিং।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.