নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩


আন্দোলনে যারা রাজপথে ছিলো সাহসী বুকে,
আজ তারা ফিরে গেছে, নিভৃত কোন সনে।
জ্বলেছিল আগুন যেদিন অন্যায়ের পথে,
স্বৈরাচারের সিংহাসন ভেঙে পড়েছিল ধ্বংসে।

যারা ছিলো ঘরে, তারা আজ ধান্দায় ব্যস্ত,
সেই রক্তমাখা রাজপথ এখন নিঃস্তব্ধ।
গর্জনগুলো নীরব, স্লোগানের স্মৃতি শুধুই,
তবু ইতিহাস বলে— গণজাগরণ থেমে যায় না কভুই।

পতনের দিন ছিলো এক সূর্যোদয়,
স্বৈরাচারী শাসক হারালো তার সব শক্তি ও রায়।
রাস্তায় যারা ছিলো, তারা তৈরি করলো দিন,
গণঅভ্যুত্থান লিখলো নতুন ইতিহাসের সুর।

আজও যারা ধান্দায় নামে রাস্তায়,
তারা ভুলে যায় সেই সংগ্রাম, সেই কালের কথা,
কিন্তু ইতিহাস জানে, রাজপথের যোদ্ধারা আসে,
আবারো গর্জন ওঠে যখন অন্যায় মাথা তোলে।

শিরোনাম: গণজাগরণ
কবি: আজহার উদ্দিন

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। অসাধারণ লিখনী আপনার
কবিতায় +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.