![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঢাকা গিয়ে উঠলাম আমার কিছু বন্ধু দের মেসে। তারা আমার জন্য রুম ভারা করে রাখার কথা ছিল কিন্তু সেটা তারা রাখে নায়। কি করব কিছুই বুজতে পারতেছিলাম না। নতুন Dhaka তে গিয়েছি। অবশেষে ওদের ওখানে ১ মাস গেস্ট হিসাবে থাকার সিদ্ধান্ত নিলাম সবায় মিলে। বাসাটা আমার খুব ভাল লাগতো। ৭ তলায় আমরা থাকতাম। ৩ রুম এর বাসা, দুই পাসে ছাদ। খুবই সুন্দর একটি বাসা। বাসায় আরো অনেকেই থাকতো। মুক্তার ভাই, সেলিম ভাই, জুয়েল ভাই, হুমায়ন ভাই সহ আর অনেকে।
মুক্তার ভাই- যুগের সাথে তাল মিলিয়ে চলা একজন ভালো মানুষ। তবে একটু কিপটা ছিলেন। যদিও এখন বুঝি তিনি ১০০% ঠিক ছিলেন। দুনিয়াতে চলতে গেলে এমন ভাবে চলতে হয়। তিনি U LAB এ MBA করতেন।
সেলিম ভাই- সেলিম এখন আমার কাছের বন্ধু দের ভিতর একজন। ওর বাড়ি বগুরাতে, খুবই ভালো একটা ছেলে। মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না কারোর। তবে অনেক মানুষ অর ক্ষতি করেছে।
জুয়েল ভাই-পিকিউলিয়ার টাইপ এর একজন ভালো মানুষ। বাসার সব কাজ করতে পারতো। একটু মেয়েলী সভাব সিলো বলে সবায় ওকে আরালে হিজু বলতো আসলে সেমন কিছু না।
হুমায়ন ভাই – ভাই এর বেপারে বেশি কিছু জানি না, কারন আমি যে মাসে বাসায় উঠি সেই মাসে তার জব হবার কারনে তিনি বাসা সেরে দেন। সেই ছিটে আমি উঠি। তবে তিনি আমাকে ১ম কম্পিউটার এ অপারেটিং সিস্টেম দেয়া শিখিয়ে ছিলেন।
©somewhere in net ltd.