নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা মানুষকে পথ দেখাতে পারে

সাদা চক কালো বোর্ড

বাক্তি হিসেবে খুব সাধারণ তাই লেখার মত তেমন কিছু না

সাদা চক কালো বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে স্বপ্নগুলোও আমাকে যন্ত্রণা দিয়ে যায়

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

স্টেশনে বসে আছি,

মোটামুটি লোকজনের ভিড় আছে, গুনতে গেলে অনেক মানুষ-ই পাওয়া যাবে। তবুও নিজেকে খুব একা লাগছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই তো বুঝি কেউ এলো আমার পাশে। কিন্তু কেউ ই আসে না।



স্টেশনের একেবারে ঠিক শেষের চেয়ারে আমি বসে আছি, অপেক্ষা ট্রেনের কিন্তু কোথায় যাবো তা জানি না। কিন্তু মনে হচ্ছে ট্রেনটা যেখানে গিয়ে থেমে যাবে একেবারে ওইখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে।



খুব অদ্ভুত একটা সিচুএসন এ আছি। এদিকে ওদিকে তাকাচ্ছি দেখছি কেউ পরিচিত আছে কিনা? কিন্তু কেউই নেই, আমি হুদাই বার বার আশা করছি। ধুর! ভালো লাগছে না কিছু



হঠাত আমার পাশে এশে বসলেন কেউ একজন বসলেন , দেখলাম শাড়ী পরে আছে, বয়স কেমন হবে বুঝতাছি না। মধুর এক কণ্ঠস্বর আমার কানে, জিজ্ঞাসা



- কেমন আছো?



--(পরিচিত মনে হচ্ছে কণ্ঠটা) মুখের দিকে তাকিয়ে আমি বাকরুদ্ধ



- কি হল কথা বলছ না কেন?



-- আমি অবাক দৃষ্টিতে শুধু দেখেই যাচ্ছি, কোন কথা মুখ দিয়ে বের হচ্ছে না



-আমি কি চলে যাবো?



-- ভালো আছি , তুমি এখানে কি করছ?



- বেড়াতে যাচ্ছি



-- তোমার স্বামী কোথায়?



-ওইতো, বসে আছে। (এই শোন একটু এদিকে এসো)



--কোথায় বেড়াতে যাচ্ছ? আর তুমি এইখানে কেন আসলে? উনি কি মনে করবেন?



-আমি সব কিছু বলেই এশেছি, ও আমাকে আসতে বলেছে। তুমি কোথায় যাবা?



--ওহ আচ্ছা! আমি ---------



এর মধ্যেই ওর স্বামী চলে আসলো।আমি দাঁড়িয়ে সালাম দিলাম। হ্যান্ডশেক করলাম।



-কি অবস্থা কেমন আছো?



--জি ভালো



-কোথায় যাওয়া হচ্ছে?



-- এইত একটু ঢাকার বাইরে



এই বলতে বলতে স্টেশনে ট্রেনটা এশে দাঁড়ালো, ওরাও ট্রেনে উঠে চলে গেলো। আমি বসেই আছি। বসে বসে মাত্র ভাবা শুরু করেছি ও কি সত্যি আমার কাছে এসেছিলো নাকি আমি ভুল কিছু দেখলাম।এই ভাবতে ভাবতে স্বপ্নটাও ভেঙ্গে গেলো। সেই মেয়েটির ছবি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

বেলা শেষে বলেছেন: :D :D :D

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

সাদা চক কালো বোর্ড বলেছেন: : :> :#> B-)) 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.