![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় অর্থমন্ত্রী,
আপনি আসলেই একটা মাল
এবারের বাজেট এ সকল ট্যাক্সই স্টুডেন্ট এর উপর চাপিয়ে দিয়েছেন,
মোবাইল এ কথা বেশি বলে স্টুডেন্ট
সিগারেট বেশি খায় স্টুডেন্ট
আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা না বললেই না, ইচ্ছে হইল আপনার আর আপনি হুট করে ১০ পারসেন্ট ট্যাক্স বসায় দিলেন।
ট্যাক্স দিবো আমরা কিন্তু নাগরিকের সুবিধা কি পাবো?
আমার বাবাও ট্যাক্স দেয়, কিন্তু নাগরিকের কোন সুবিধাই তিনি পাননি, বাংলাদেশের মানুষদের চুষে খাচ্ছে আপনাদের দুর্নীতি, আমার কিংবা আমাদের কষ্টের টাকা নিয়ে সুইচ ব্যাংক ভারি করে লাভ কি?
কয়েক দিন পর তো মরেই যাবেন, এতো টাকা পয়সা দিয়ে কি হবে ?
আর একটা কথা, এবারের বাজেট সবাই মাথা পেতে নিয়েছে বলে মনে হচ্ছে...... কারো কোন সমালোচনা নেই।।
সমালোচনা থাকুক কিংবা না থাকুক, আমি শুধু চাই প্রাইভেট ইউনিভার্সিটির টিউসন ফি এর উপর থেকে ট্যাক্স উঠিয়ে নিন।
১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৭
সাদা চক কালো বোর্ড বলেছেন: আমি ভ্যাট দিতে রাজি কিন্তু সেই ভ্যাট এর টাকা নষ্ট হতে দিতে রাজি না,
এদেশের নাগরিক আমি কিন্তু পাইনা কোন নাগরিকত্তের সুবিধা
২| ১৩ ই জুন, ২০১৫ রাত ১:১৯
সচেতনহ্যাপী বলেছেন: মরুক ছাত্র/ছাত্রী আর তাদের পিতা-মাতারা, আমরা থাকবো মহাসুখে।।
১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৮
সাদা চক কালো বোর্ড বলেছেন: লাশের সাথে থেকে কি আনন্দ ?
৩| ১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৩
কাল হিরা বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলেই শিক্ষা বেচাকেনা হয়। তাহলে যেখানেই বেচাকেনা সেখানেই ভ্যাট কেনো নয়।
১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৯
সাদা চক কালো বোর্ড বলেছেন: বাংলাদেশে কি সকল ছাত্র / ছাত্রী সরকারীতে পড়তে পারে কিংবা সিট সংখা কি আপনি জানেন?
৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১:৪৪
কাল হিরা বলেছেন: আমিও সেটাই বলেছি সরকার যেন শিক্ষা নিয়ে ব্যবসা না করে সরকারী ভাবে পড়ার সুযোগ করে দিতে উদ্যোগী হয় , হুম্ম কর আমরা দিচ্ছি কিন্তু আমাদের আশা করা উচিত যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাথা উচু করে সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়বে । মানে আমরা চাই বিশ্ববিদ্যালয়কে সরকার বাজার না করুক , বেসরকারী বিশ্ববিদ্যালয়কে আধা স্বায়ত্ত শাসিত করা যেতে পারে ।
১৩ ই জুন, ২০১৫ রাত ২:০২
সাদা চক কালো বোর্ড বলেছেন: কিন্তু জনগন তো মাথা পেতে নিয়েছে বলে মনে হচ্ছে
৫| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৭
কাল হিরা বলেছেন: হুমম তা বটে
৬| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:১৭
হাসিনুল ইসলাম বলেছেন: বেসরকারিতে সবাই ইচ্ছে করে যায় না, এইচ।এস।সি।র পর কর্মমুখী কিছু নেই আমাদের ব্যবস্থায়। বাধ্য হয়েই অনেকে উচ্চ শিক্ষার পথে ভেসে চলে। বেসরকারি ভার্সিটি হলেই সেখানে ট্যাক্স বেশি দিতে হবে। এটি এক বেঠিক কথা। সেসব ছেলেমেয়েদের অভিভাবকদের থেকে বার্ষিক ট্যাক্স নিক। ফোন কলে ১৫% এর পরে আরো কিছু নেয়া, ক্ষতি নেই হয়তো, কারণ অভ্যেস হয়ে গেছে, হয়ত এরপর এটি ৪৫% এ গিয়ে ঠেকবে। আচ্ছা টিভি দেখার জন্য ট্যাক্স দেয়া যায় না? আর রাস্তায় বেশিক্ষণ গাড়িতে থাকার জন্যও?
১৪ ই জুন, ২০১৫ রাত ১২:২০
সাদা চক কালো বোর্ড বলেছেন: ভালো বলেছেন ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ১:১৭
কাল হিরা বলেছেন: একজন শিক্ষার্থী হয়ে ফোনে বেশি কথা বলেন নেশা করেন এটা বলতে গর্ববোধ হয় ভেবেই অবাক হচ্ছি , দেখুন ১০ লাখ দিয়ে অনার্স করতে পারেন ১০% দিলে কিছু আসবে যাবে না , আপনি বরং ভালো করে পড়েশুনে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যান । কার সুইস ব্যাংকে কত জমা তা আমরাও জানি , ভ্যাট কিসে বসালে খুশি হতেন জানাবেন ।