![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেব্রুয়ারী, মার্চ, আগস্ট, ডিসেম্বর এসব মাসকে আমি (আমরাও) যথাক্রমে ভাষার মাস, স্বাধীনতার মাস, শোকের মাস এবং বিজয়ের মাস বলে জানি। এগুলা ছাড়া আর কোন মাসকে অন্য নামে ডাকা হয় কিনা আমার জানা নেই। সমস্যা বাঁধল গত মাসে, আগস্ট মাসে। এই মাসকে আমরা শোকের মাস বলে জানি। কিন্তু মোবাইল অপারেটর কোম্পানি "রবি" আমারে শিখাইলো এটা সততার মাস। এবং আমার বন্ধ সিম থাকলে তা চালু করে সততার পরিচয় দিতাম।
আমার জানার ইচ্ছা হল এই সততার মাসের পটভূমিটা কি?? অন্যান্য মাসের পটভূমি আমার জানা আছে কিন্তু এই সততার মাসের আমার কিছুই জানা নেই। এইটার আসল ইতিহাস জানতে চাই।।।।।।
©somewhere in net ltd.