নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি লক্ষ্য থাকে অটুট বিস্বাস হ্রদয়ে তবে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে..

কৃষনীল

ভালবাসি বাংলাকে.......

কৃষনীল › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় এবার নারীকথন আর ঘূর্নিপাক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৭

রুমানা রশীদ রুমী গেল কিছু বছর ধরে লেখালিখি করছেন ।বিভিন্ন ব্লগ আর অনলাইন পোর্টালের পাশাপাশি দৈনিক পত্রিকাতেও তিনি লেখেন ।গেল বছরগুলোতে দুইটি বই বের হয়েছে তার ।এরই ধারাবাহিকতায় এবারের অমর একুশে বইমেলাতে এসেছে তার নতুন দুইটি বই ‘নারীকথন’ আর’ ঘূর্নিপাক ‘।


শিখা প্রকাশনী থেকে বের হয়েছে বিভিন্ন পত্রিকাতে তার লেখাসমূহের সংকলন “নারী কথন” ।আর চৈতন্য প্রকাশনী বের করেছে তার লেখা উপন্যাস “ঘূর্নিপাক” ।লেখক জানান,‘ঘূর্ণিপাক’ মূলত বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতাত্তোর সময়কার নারীজীবনের নানান সংগ্রামের প্রেক্ষাপটে লেখা ।


কতগুলো নারী চরিত্র নিয়ে লেখার মধ্য দিয়ে লেখক দেখাবার চেষ্টা করেছেন -সময় গেছে কিন্ত সেই একই ধাচের লড়াইটার মধ্যেই জীবন যাপন করেছে এদেশের মেয়েরা । হয়ত রংঢং টা একটু ভিন্ন হয়েছ কিন্ত পারিপার্শ্বিক সমাজ যেন মেয়েদের জন্য কখনোই সহজ হয়ে উঠলো না ।



নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তিনি ২০১৮ তে লেখেন “ এ শহরের দিদিমনি” ।আর ২০১৫ তে বের হয় ফিকশন ধর্মী বই “জয়িতা” ।
রুমানা রশীদ রুমী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক ও স্নতকোত্তর ডিগ্রি অর্জন করেন । পরবর্তীতে মানব সম্পদ ব্যবস্থাপনায় এমবিএ করেন ।



২০১৯ সালের অমর একুশে বইমেলায় তার বই পাওয়া যাবে চৈতন্য প্রকাশনীর স্টল নং ৫৩৫-৫৩৬। আর  শিখা প্রকাশনী র স্টল নং ৫৭৬,৫৭৭,৫৭৮, ৫৭৯ তে


সুত্র: প্রথমবার্তা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.