![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
ভালবাসার- প্রশ্ন?
হে প্রেমিক তুমি কি জান?
ভালবাসার রং কি?
ভালবাসার রং বড়ই বিচিত্র,
একটুকু নীল, একটু বেদনা, একটু ব্যাথা
একটু হাসি, আবার একটু কান্না
একটু পাওয়া, একটু না পাওয়া
আবার,
যাকে কাছে পাবার অদম্য ইচ্ছা থাকা সত্যেও
তাকে দুরে ঠেলে দেয়া যায়।
তার পরও এই প্রশ্ন থেকে যায়।
ভালবাসা কি..................?
হে প্রেমিক তুমি কি জান?
তোমাকে কে বেশি ভালবাসে?
তোমার প্রিয় বন্ধু-বান্ধন?
না, তোমার প্রিয় প্রতিবেশীরা?
না, তোমার স্ত্রী-সন্তানরা?
না, তোমার আত্মিয়-স্বজনরা?
না, তোমার মা-বাবা?
অারো একটি নাম আছে হয়তো তিনিই
তোমাকে বেশী ভালবাসে,
তিনি তোমার রব ............................?
হে প্রেমিক তুমি কি জান?
এই প্রশ্নের সঠিক জবাব কি?
জবাব, বড়ই কঠিন, এবং বড়ই সহজ
তবে, আমার জানা নাই.............................?
©somewhere in net ltd.