![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
"ঠিকানা"
'এম, এস, রহমান,
পাখি আকাশে উড়ছে তো উড়ছে,
ভালবাসার ডানায় ভর করে,
সে জানে এই ডানা খুবই শক্ত
পড়ে যাওয়ার ভয় সে পায় না,
তাই তো আকাশটা তার ঠিকানা
কিন্তু কতক্ষন সে উড়বে, বলো না,
নীচে তাকে নামতেই হবে,
হয় তো কোন না কোন গাছের ডালে
বা মাটির কোন ছোট্ট কুঠিরে।
সেখানে বসে অপেক্ষা করছে তার ভালবাসা
পাওয়া না পাওয়ার পতিক্ষায়।
সে আসবে সে আসবে
কবে আসবে এই ঠিকানায়।
০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যা, তাই তো, পাখির ডানার উপর বিশ্বাস খুব বেশী। আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: শেষমেষ যে যার নিদিষ্ট ঠিকানাতেই যাবে।
০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৩
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: জি, জনাব রাজীব নুর, আপনী সঠিক কথাটিই বুঝতে পেরেছেন, যে যেখানেই থাকুক না কেন, তাকে নিজের ঠিকানায় ফিরতেই হবে। ঠিক এটাই বুঝাতে চেয়েছি। ভাল থাকুন সর্বদা, ধন্যবাদ
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যা,আপনার সঠিক, দোয়া করবেন, ভালো থাকুন ,
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
রোকনুজ্জামান খান বলেছেন: একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ।