![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
আমি কোথায় যাবো, কারে সুধাবো আমার মনের বেদনা,
সে ছাড়া তো কেউ বুঝব্নো আমার হৃদয়ের ঝন্ত্রনা।।
আমি কোথায় যাবোরে''''''''''''''
আমি দু:খের সাগর পাড়ী দিয়া,
ভিড়লো তরি কিনারে গিয়া গো,
আমি বালুর চরে আইটকা গেলাম গো (২)
আমি বালুর চরে,
আইটকা গেলাম গো।
মাটির দেখা পেলাম না,
আমি সুখের দেখা পেলাম না।।
আমি কারে সুধাবো গো আমার মনের বেদনা।।
আমার বন্ধু ভারী অভিমানী,
আমি তাহার বায়না না জানি গো।
সে যে নাইওর যাইবে আমায় ছাড়ি গো (২)
সে যে নাইওর যাইবো,
আমায় ছাড়ি গো,
দয়াল কেন তার দু:খ বুঝলাম না।।
আমি কারে সুধাবো গো আমার মনের বেদনা।।
দয়াল এই অধীনের দয়া করো
জীবনের গুনা খাতা মাফ করো গো।
আমি বন্ধু ছাড়া চাই না বাচঁতে গো।
আমি বন্ধু ছাড়া
চাইনা বাচঁতে গো।
প্রেমের খেলা কি তা বুঝলাম না।
আমি কারে সুধাবো গো আমার মনের বেদনা।।
এম এস রহমান
৯/০৫/২০১৯
২| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লাগলো।
আবেগের সুন্দর প্রতিফলন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৯ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।