![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
মন চিন্তা
********
আমার দেহের মাঝে আছে মন
সেখানে তো ধরছে ঘুন।
হরদমে জ্বলছে আগুন,
দেখে না তো আপন জন।।
কি করে বাঁচি বলো
আখি দু'টো ছলো ছলো
এখন আমার কি হলো ,
বুকের মধ্যে ব্যথা গো।।
আত্মিয় স্বজন পাড়া প্রতিবেশী,
মারে খোচা, হাসি হাসি,
কেন আমার বুকে ব্যথা,
একথা কেউ বুঝতে চায় না।
বন্ধু আমায় দিল ফাকি,
দু:খের আর কি রইলো বাকি,
আমার তারে ছাড়া প্রাণ বাচে না,
আমার মনে কথা বলবো বা কি।।
২| ২৪ শে জুন, ২০১৯ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
১ম পাতায় একাধিক পোষ্ট দেয়ার নিয়ম নেই; একটা পোষ্ট ২য় পাতায় চলে গেলে, ন্তুন পোষ্ট দিতে হয়।