![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।
মনরে""""""" ওরে মন,
মনরে আমার।।
সাধন ভজন না করিলে,পাবি না তার দরশন।
ওরে আমার মন।
নামাজ পড় রোজা রাখো, ঠিক করো ঈমান
কোরআন হাদিস পড়রে মন করিতে সন্ধান।
আল্লাহ আল্লাহ করো জিকির
দুরুদ পড়ো দয়ার নবীর শান।।
ওরে আমার মন।।
বেলাল ভাবে মনে মনে আমার মালিক কে?
আমার মালিক না হয় পেলাম,
দুনিয়ার মালিককে,(২)
মার মারতে করলো ব্হেুস
তারে মারতে মারতে করলো বেহুস।
ভুলে কি নাম পাগোল মন।।
ওরে আমার মন।।
রহিম পাগলা কেন্দে বলে, পাইতে চাও কি তার সন্ধান?
রনে বনে জল আগুনে, পাইবে না তার দরশন
মনের ঘরে দিয়া তালা, তার ভীতরে আগুন জ্বালা (২)
জিকির করো দমে দমে,
ওরে আমার পাগোল মন।।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: শুধু গান লিখলে হবে? সুর দিয়ে নিজেই গেয়ে ফেলুন।