নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিছু উক্তি

৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২

>> তোমরা কি দেখ না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে তবু সবাই তাকে ভয় করে, কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে।”

— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)



>>"প্রত্যেক মুসলিম অসুস্থ আর তার ওষুধ হচ্ছে কোরআন" - জামাল আল আফগানি



>> "জানাজায় অংশ নেয়া ছাড়া প্রেসিডেন্টের কোন কাজ নেই।" - সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহম্মেদ



>>"আমি কোন কিছুর জন্য এতটা অনুতপ্ত হইনি, যতটা হয়েছি ঐদিনের জন্য, যেদিন সূর্য অস্তমিত হয়ে গেছে, আমার আয়ু থেকে কিছুদিন কমে গেছে, অথচ আমার আমমলনামায় কিছুই যোগ হয়নি ।"

------- আব্দুল্লাহ ইবনে মাসউদ(রাঃ)



>>"কারও সীমাতিরিক্ত প্রশংসার নাম চাটুকারিতা এবং যতটুকু প্রাপ্য তার কম প্রশংসা করার নাম হিংসা। সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকু প্রশংসাই করো, কম বেশী করো না"

------ হজরত আলী (রাঃ).



>>“হাজার জন জ্ঞানীর সাথে যুক্তি তর্কে হয়তো আমি জিতে যাব,

কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠবো না।”



— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)



>>“প্রত্যেক মহান ব্যক্তির অন্তরালে একজন নারী থাকে না।

সে থাকে তার সাথে, সে থাকে তার পাশে, কিন্তু তার পিছনে নয়।”



– তারিক রামাদান



>>“একজন পাপাচারী লোক তার পাপের জন্য অনুতপ্ত হয়না। কারণ তার অন্তর ইতোমধ্যেই মরে গেছে।”

— ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)



>>"গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কাহারও নিকট প্রকাশ করা মাত্রই তুমি নিজে তাহার বন্দী হইয়া গেলে ।"



─হযরত আলী (রাঃ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.