![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
আপার সাথের জন তন্ময় ফেরদৌস। ৎঁৎঁৎঁ (দ্যা জলি ম্যান)। অলয়েজ ড্রিম। এ.টি.এম মোস্তফা কামাল ভাই। সজীব ভাইকে খুঁজে পাচ্ছি না ছবিতে। আরও অনেকে। সব বলতে পারবেন- অলয়েজ ড্রিম। উনি এই ব্যাপারটা বেশ ভালো ট্যাকল করছেন।
এখানে আড্ডার বিষয়ে অনেক কিছু শেয়ার করা হয়েছে এবং সবার নামও জানা যাবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬
কুহক' বলেছেন:
যে মিস করবে পরের বার তার চা ও পানের খরচ বহনের ব্যবস্থা করা হবে।..............
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রথম পেলাস । কোনজন কে জানালে আরও ভালো লাগতো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
কুহক' বলেছেন: আশা করছি এতক্ষনে অনেককেই চিনে নিয়েছেন।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
খাটাস বলেছেন: দ্বিতীয় প্লাস।
সবাই কে দেখে অনেক ভাল লাগল। যদি ও সবাইকে চিনি না। এটা কোথায়?
কুহক ভাই কে ধন্যবাদ শেয়ারের জন্য। ভাল থাকবেন।
শুভ কামনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
কুহক' বলেছেন: পাবলিক লাইব্রেরি....
আশা করছি পরের আড্ডায় চলে আসবেন।...
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাম দেন, তাহলে চিনতে সুবিধা হবে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩
কুহক' বলেছেন: কবি ভাই.. কাল্পনিক ভালবাসা ও অলয়েজ ড্রিম সবার সাথে পরিচয় ঘটায়ে দিতে পারবেন।
সবার নাম আমিও ভুলে গিয়েছি।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
এহসান সাবির বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
আমি ফটো সেশন মিস করছি পরের বার আর মিস করবো না
আমিও..!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪
কুহক' বলেছেন:
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নাম দিয়ে দেন, ভাল হবে তাহলে, একমাত্র রিয়া আপুকে চিনি !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
কুহক' বলেছেন: আশা করছি এখন অনেককেই চিনে নিয়েছেন।....
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
নূর আদনান বলেছেন: ভইয়া সবার নাম দিলে ভাল হত, আমরা চিনতে পারতাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
কুহক' বলেছেন: আমি নিজেও অনেকের সাথে নতুন পরিচিত। লিংক ও নীচের মন্তব্য থেকে আশা করছি অনেককে চিনে নিয়েছেন।....
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: আমিনুর রহমান বলেছেন, এহসান সাবির বলেছেনঃ
আমি ফটো সেশন মিস করছি পরের বার আর মিস করবো না
আমিও!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
কুহক' বলেছেন:
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১
আম্মানসুরা বলেছেন: নাম দেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
কুহক' বলেছেন: আশা করছি অনেককে চিনে নিয়েছেন।....
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
শামীম সুজায়েত বলেছেন: ভাই, কখন কোথায় আড্ডা হয়ে গেলো টের পেলাম না।
মজাদার এসব আড্ডা মিস হয়ে গেলে আফসুস হয় যে!
অংশ নেয়ার দাওয়াত দেয়া কি বারণ ?
অবশ্য দু দিন ব্লগে আসাও হয়নি সেভাবে। জানিনা আড্ডাটা একেবারেই নিজেদের মধ্যে ব্যক্তিগত ছিল কিনা। আর যদি এটা সামু ব্লগারদের আড্ডা হয়ে থাকে .............. তাহলে কষ্ট পাইলাম।
মিস করতে চাইনে। ভাল থাকবেন।
সবার প্রতি রইলো অন্তস্থল থেকে অনেক শুভেচ্ছা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
কুহক' বলেছেন: আশা করছি নীচের মন্তব্য থেকে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু জেনেছেন।
পরের আড্ডায় নিশ্চই আপনাকে মিস করতে চাই না।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪
খেয়া ঘাট বলেছেন: দাঁড়িওয়ালা ভাইকেই সবচেয়ে সুখী মনে হচ্ছে- আহাঃ কী আনন্দ আকাশে বাতাসে.....................
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: কিসের আড্ডা? কি জন্য আড্ড? কারা মেরেছে আড্ড?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২
কুহক' বলেছেন: স্রেফ সাহিত্যের আড্ডা। চেনা-জানা খুবই দরকার তাই তার শুরু হয়েছে গতমাসে। আজকের উপস্থিতি খুবই উৎসাহ যুগিয়েছে। মোস্তফা কামাল ভাই বাংলার সন উৎপত্তি সন্ধান আজ পাঁচ বছর লেগে আছেন। ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। মত বিনিময় হয়। ইমন জুবায়ের প্রয়াণে একটা গ্রন্থ প্রকাশের ব্যাপারে খুব কাজ করে চলেছেন সজীব ভাই। ইত্যাদি কে কি নিয়ে ভেবে মরছেন... বা সঠিক পথে আছেন কি না, এসবের ই একটা মিলন মেলার শুরু হলো।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১
উড়োজাহাজ বলেছেন: আড্ডাকে মারার অপরাধে দণ্ড দেওয়া হউক!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩
কুহক' বলেছেন: উড়োজাহাজ বলেছেন: আড্ডাকে মারার অপরাধে দণ্ড দেওয়া হউক! ....
হাহ হাহ হাহ হাহ .... দারুন বলেছেন। দণ্ড শিরোধার্য...
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো ক্যমেরা!!! এত দূর থেকে ফ্লাস মেরেও তো দেখি পরিষ্কার দেখা যাচ্ছে!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৭
কুহক' বলেছেন:
সবার পরিচয় ঘটায়ে দেন। ....
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
রানা িসরাজুল বলেছেন: পেলাস ।
ভাই, কখন কোথায় আড্ডা হয়ে গেলো টের পেলাম না।
মজাদার এসব আড্ডা মিস হয়ে গেলে আফসুস হয় যে!
কোনজন কে জানালে আরও ভালো লাগতো ।
সবার প্রতি রইলো অন্তস্থল থেকে অনেক শুভেচ্ছা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
কুহক' বলেছেন: আপনার জন্যেও রইলো অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি এর পরের বার মিস করবেন না।....
১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: নাহ ! গোঁফ জমতেছেনা ! কেটেই ফেলতে হবে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১
কুহক' বলেছেন: এত্তগুলো ছবি... লোড নিচ্ছে না। মেজাজ বিলা....
১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমে ব্লগার পরিনীতা, পাশে তন্ময় ফেরদৌস, পিছনে ব্লগার কাল্পনিক ভালোবাসা, সামনে ৎঁৎঁৎঁ, পাশে মাহতাব সমুদ্র, পিছনে এ টি এম মোস্তফা কামাল, পাশে ব্লগার মাহবুবুল আজাদ, সামনে ব্লগার এম মশিউর, স্বপ্নবাজ অভি, তারপাশে চশমা পড়া তারছিড়া লিমন।
আর ক্যামেরার পিছনে প্রিয় কবি কুহক ভাই। উনার ছবি পরে একদিন আমরা ছবিব্লগ হিসেবে দিব।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০
কুহক' বলেছেন: আর ক্যামেরার পিছনে কুহক ভাই
ক্যামেরার পিছনের জন সামনে আসে কিবায়? বেসম্বাভ কতা...
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাকিদের নাম দুঃখজনক ভাবে মনে করতে পারছি না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
কুহক' বলেছেন:
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১
এম মশিউর বলেছেন: ভাই, আমার ফডো এতো খারাপ এসেছে কেন? প্রোফাইল পিকের সাথে মেলে না!
আপনার ক্যামেরার লেন্সের সমস্যা আছে। ভালো মিস্ত্রি দেখায়েন!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬
কুহক' বলেছেন: ৎঁৎঁৎঁ ভাইয়ের সাতে যুগাযুগ রাখবো.... উনি আছড়াইয়া ভাঙতে এক্সপার্ট....
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: এখানে না দিলেও ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েন ! নিজের গোঁফ ওয়ালা ছবি আবার জীবনে কোন দিন পাই নাকি আল্লাহই জানে ! দেখেছি আপনি আরো কয়েকটা ছবি উঠিয়েছেন পোজ ছাড়াই , ঐ ধরনের ছবি ভালো হয় !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১
কুহক' বলেছেন: হুম... ফেবুতে কাল এ্যাড করে দিবো। এ্যাবসেন্ট মাইন্ড ক্যাচ করা সো টাফ তাও আবার ডার্ক। তাও বেশ কয়েকটা উঠেছে।
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কে কোনটা?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
কুহক' বলেছেন: আশা করছি এতক্ষনে জেনে গিয়েছেন....
২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮
মাহবু১৫৪ বলেছেন: ++++
ভাল তো, ভাল না?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮
কুহক' বলেছেন: এইটা আবার কোন পণ্যের বিজ্ঞাপন ???
২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৫
অপু তানভীর বলেছেন: আবার কবে হবে ?
এইবার হইলে একটু খবর দিয়েন !!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
কুহক' বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: @ অপু তানভীর(দুলাভাই) এক্ষুনি এই গ্রুপে এড হোন ! তাহলেই আপডেট পাবেন !
২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: @ অপু তানভীর(দুলাভাই) এক্ষুনি এই গ্রুপে এড হোন ! তাহলেই আপডেট পাবেন !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
কুহক' বলেছেন:
২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫
কুহক' বলেছেন:
২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৩
মোমেরমানুষ৭১ বলেছেন: সব প্রিয় ব্লগাররা এক সাথে..... এমন একটা আড্ডা দিলেন.... খুব আফসোস লাগতাছে...। তা ভাই আমি তো কবিও না, আবার সাহিত্যিকও না, পাঠক হিসাবে দাওয়াত পাব?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫
কুহক' বলেছেন: অবশ্যই কেনো নয়?
সুজা চইলা আসবেন... কোনো হেজিটেশন ছাড়া। ...
২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ কুহক ভাই ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩
কুহক' বলেছেন: Click This Link
এখানে আর কয়েকটা যোগ হয়েছে। আড্ডার কথকতায় আসলে মনেই ছিলো শট নেবার কথা। ....
শুভেচ্ছা জানবেন।
২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ফটো সেশন মিস্ করেছি
মানে আড্ডায় অংশ নিতে পারি নি...
ক্ষমাহীন নিষ্ঠুর কর্মজীবনটি শুধু দু’টি হাতকে মাঝে মাঝে ফুরসত দেয়, পা’গুলোকে আটকে রাখে সযতনে
কবি কুহক ভাইকে অনেক শুভেচ্ছা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
কুহক' বলেছেন: পাশ কাটানো অইয়া গেলো না.... ???
পরেরবার আশা করছি মিসাইবেন না....
২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১
মামুন রশিদ বলেছেন: দারুণ আড্ডা ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
কুহক' বলেছেন: হুমমম... বেশ জমাটি আড্ডা ছিলো।
আশা করছি এর পরের বার আপনাকেও সাথে পাবো।
৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: সব দেখি চুচীল সমাজের প্রতিনিধি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
কুহক' বলেছেন:
৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে। প্লাস।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
কুহক' বলেছেন: অনেক অনেক ভালো লাগা। এত্ত চমৎকার একজন মানুষকে পেয়ে যাবো ভাবনাতেই ছিলো না।
৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর.।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
কুহক' বলেছেন:
৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
কুহক' বলেছেন:
৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
নেক্সাস বলেছেন: kuhuok addar khabor to jana chilona
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
কুহক' বলেছেন: থাকেন কুতায়? একবারেই দেখতে পাই না...
৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
অপরিনীতা বলেছেন: কুহক ভাইয়া, চমৎকার হয়েছে ছবিগুলো ........
আড্ডাটা চমৎকার ছিল। সবার মধ্যে সাহিত্যচর্চার প্রতি অনুরাগ দেখে এত ভালো লাগল, যে আমার বিশ্বাস বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হবে একদিন আমাদের সবার হাত ধরেই...
সবাইকে একসাথে ক্যামেরায় ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
কুহক' বলেছেন: আড্ডাটা চমৎকার ছিল। সবার মধ্যে সাহিত্যচর্চার প্রতি অনুরাগ দেখে এত ভালো লাগল, যে আমার বিশ্বাস বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হবে একদিন আমাদের সবার হাত ধরেই...
আমি যথেষ্ট আশাবাদী....
৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
শিপু ভাই বলেছেন:
তন্ময়কে দেখে ভাল লাগলো!!!
অভি তো পুরাই দাবাং!!!
আড্ডাটা মিস করায় ব্যাপুক আফসোসিত!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
কুহক' বলেছেন:
৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: @ সম্মানিত নেক্সাস ভাইঃ এই আড্ডার সমন্বয়ক হচ্ছেন ব্লগার অলওয়েজ ড্রিম। উনি সীমাহীন ব্যাস্ততার ভিতরে সময় বের করছেন , চাকুরী সূত্রে উনি গাজীপুর থাকেন , ঢাকায় সপ্তাহে ১ দিন থাকেন , সেদিন উনি ব্লগে , ফেসবুকে সময় দেন। তাই হয়তো আমাকেই আপনাকে জানাতে হচ্ছে ! ব্লগার অলওয়েজ ড্রিম ব্লগেই সামুভিত্তিক আমাদের একটি সাহিত্য-গ্রুপ থাকা উচিত পোষ্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ! ওখানে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেয়া আছে আগ্রহীরা সেখানে যোগাযোগ করে মিলিত হয়েছে ! প্রথম আড্ডায় উপস্থিতি খুবই কম ছিল , সেই আড্ডা নিয়ে আরেকটি ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই পোষ্ট দিয়ে আবারো ফেসবুক গ্রুপে যোগ দেয়ার আহবান জানানো হয়েছিল! তারপর গতকাল কিছু মানুষ পাওয়া গেছে! কারো সাথেই ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করা হয়নি ,তাই আলাদা ভাবে কাউকে দাওয়াত ও করা হয়নি , পোষ্ট দেখে যাদের ইচ্ছে হয়েছে তারাই এসেছে! আশা করি পরের আড্ডায় যদি আমি থাকতে পারি তাহলে দেখা হবে আপনার সাথে !
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ তো! এখন আমার কিছু প্রশ্নের উত্তর দিন( লেখক সহ যে যেটার উত্তর জানেন দিবেন প্লিজ-
১-দুই নাম্বার ছবিতে দুই জন সম্মানিত ব্লগারকে দেখা যাচ্ছে? তার মধ্যে কে কোন জন? কফি হাতে চেক শার্ট পরা তিনি ব্লগে কি নামে পরিচিত, আর পাশে বসা সাদা গেঞ্জি পরা ব্লগার কী নামে পরিচিত?
২-তিন নং ছবিতে যেই আপু ভাইয়া আছেন ওনাদের ব্লগ নিক কি?
৩-চার নং ছবিতে ছোট ছোট দাঁড়ি , উনি কি ব্লগার ৎঁ ৎঁ ৎঁ?
৪-সাত নং ছবিতে অভিকে তো চেনাই যাচ্ছে, কিন্তু ওনার সাথে এশ কালারের পাঙ্গাবী পরা কফি হাতে ব্লগার কোন জন?
৫-নয় নং ছবিতে হাতের দুই হাতে আঙ্গুল পকেটে ঢুকানো কালো টি শার্ট, কালো জিন্স পরা ব্লগার কে ? মানে ওনার ব্লগে নিক কি?
৬-নয় নাম্বার ছবিতে অভির ডান পাশে দাঁড়ানো চশমা পরা, নীল সার্ট ,কালো প্যান্ট পরা ভাইয়াটা কোন ব্লগার?
৭-নয় নাম্বার ছবিতে, অভি এবং আরেকজন চশ্মা পরা ভাইয়ার মাঝখানে আরেক জন উঁকি আছেন, তিনি কে? মানে ব্লগে কি নামে লেখেন?
৮-দশ নাম্বার ছবিতে চাপ দাড়ি আলা ভাইয়া এবং নীল পাঞ্জাবী পরা ভাইয়ার মাঝে সাদা পাঞ্জাবী পরা আরেক ভাইয়া আছেন, তিনি কে? মানে ব্লগে কী নামে লেখেন?
৯-এক নাম্বার ছবিতে ডান পাশে চশমা পরা,নীল শার্ট, কালো পেন্ট পরা ভাইয়ার পিছনে আরেক জন ব্লগার দাঁড়িয়ে আছেন নীল গেঞ্জি এবং জিন্স পরিধান করা। তিনি কে?
১০-এক নাম্বার ছবিতে ডান পাশে চশমা পরা,নীল শার্ট, কালো পেন্ট পরা ভাইয়ার পিছনে আরেক জন ব্লগার দাঁড়িয়ে আছেন নীল গেঞ্জি এবং জিন্স পরিধান করা। ওনাদের পাশে আরেকজন আছেন হাফ হাতা শার্ট পরা, তিনি কোন ব্লগার?
১১- এক নাম্বার ছবিতে ডান পাশে চশমা পরা,নীল শার্ট, কালো পেন্ট পরা ভাইয়ার পিছনে আরেক জন ব্লগার দাঁড়িয়ে আছেন নীল গেঞ্জি এবং জিন্স পরিধান করা। ওনাদের পাশে আরেকজন আছেন হাফ হাতা শার্ট পরা,তার পাশে আরেকজন আছেন যার ছবি কাটা পড়েছে। তিনি কে?
এখন অনুরোধ আমরা যারা আড্ডায় অংশ নিতে পারি নি, আমাদের সাথে আড্ডায় অংশ নেয়া ব্লগারদের পরিচয় করিয়ে দিয়ে আমাদেরকেও আড্ডায় শরীক করে নেবেন। (প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারেন, যে যেটা জানেন দিবেন প্লিজ)
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
কুহক' বলেছেন:
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ১ নং ছবিতে চ্যাক শার্ট পড়া ভদ্রলোককে ভুলে গেছি , আরেকজন এটি এম মোস্তফা কামাল !
২নং ছবিতে আপুর ব্লগ নিক অপরীনিতা , ভাইয়ার ব্লগ নিক তন্ময় ফেরদৌস !
৩ নং ছবির দাড়িওয়ালা এই প্রাণবন্ত লোকটাই ৎঁ ৎঁ ৎঁ ! ঊনার সাথে আমার জমবে !
৪ নং ছবিতে আমাকে চেনার জন্য ধন্যবাদ টুম্পামনি (নিজেই চিনতে পারছিনা
) , আর পাঁশের কাপ হাতে দাঁড়ানো উনি হচ্ছেন মাহতাব সমুদ্র! পেছনে দেখা যাচ্ছে এম মশিউর !
৫ নং ছবিতে অপরিনীতা , তন্ময় ফেরদৌস আর এটিএম মোস্তফা কামাল !
৬ নং ছবিতে আমার পাশে দাঁড়ানো নীলশার্ট চশ্মিশ হচ্ছেন আমাদের তাড়ছেড়া লিমন !
৭ নং ছবিতে ওনার নিক হচ্ছে এম মশিউর !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
কুহক' বলেছেন:
৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
টুম্পা মনি বলেছেন: অভি-মোচ হইল আপনার আইডেন্টি ফাইং পয়েন্ট। উপ্রে একজন আপনাকে দাবাং বলছেন। তাই আপনাকে চিনতে কোন সমস্যা হইনি।
ৎঁ ৎঁ ৎঁ ভাইয়াকে দেখে মজা পেলাম। আমি ভাবতাম তিনি মধ্য বয়সী কেউ হবেন। কিন্তু এখন তো দেখি! যা হউক -
কাল্পনিক ভালোবাসা দেখে কল্পনার অবসান হল, আপুটাকে চিনতে পেরে ভালো লাগল,
বাকিদের চিনতে পেরেও ভালো লাগল,
তবে অভি আপনি আড্ডায় থেকে সব প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আপনাকে পাস মার্কস দেয়া গেলো না।
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @টুম্পা মনিঃ আপনার প্রশ্নের জবাব গুলো আপনার উল্লেখিত পয়েন্ট আকারেই দিচ্ছি।
১) সাদা পলো শার্ট পড়া ব্যক্তিটি হচ্ছেন, ব্লগার এ টি এম মোস্তফা কামাল, পাশে ব্লগার মাহবুবুল আজাদ (এটাই তাদের ব্লগ নিক)
২) ব্লগার অপরিনীতা ও তন্ময় ফেরদৌস
৩) জী উনি-ই ব্লগার ৎঁৎঁৎঁ,
৪) উনি হচ্ছে ব্লগার মাহতাব সমুদ্র
৫) জিন্স প্যান্ট আর টি শার্ট পড়ে আছেন ব্লগার এম মশিউর।
৬) উল্লেখিত ব্যক্তিটি হলেন তারছেড়া লিমন।
৭) তিনি একদিন বয়সী একজন নতুন ব্লগার শুভম হাসনাত।
৮) উনার নাম জানি না। এখন আর তিনি ব্লগিং করেন না।
৯) উনার নাম ঠিক এই মুহুর্তে মনে পড়ছে না।
১০) উনি ব্লগার নন, ব্লগ পাঠক হিসেবেই এসেছিলেন।
আল্লাহরে!!! টায়ার্ড হইয়া গেলাম পরিচয় করাইয়া দিতে দিতে!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
কুহক' বলেছেন: আল্লাহরে!!! টায়ার্ড হইয়া গেলাম পরিচয় করাইয়া দিতে দিতে!!!
৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহে অসংখ্য থ্যাংকস কাল্পনিক ভালোবাসা।
আপনার জন্য সবার পক্ষ থেকে জোরে হাত তালি।
কাল্পনিক ভালোবাসা, কলপনা থেকে বাস্তবে পরিনত হোক- এইটা আমাদের সব্বার কামনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
কুহক' বলেছেন:
৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট। প্রিয় কিছু ব্লগারদের দেখা পাওয়া গেল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
কুহক' বলেছেন: আপনারই দেখা পাওয়া গেলো না....
৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: আড্ডাতে অংশগ্রহণ না করেও, এখানে বসে পোস্ট পড়ে আর ছবিগুলোকে দেখে অনেকটা মজা অনুভব করা যাচ্ছে। বুঝাই যাচ্ছে, অনেক মজা হয়েছে!!
চলুক আড্ডা..........
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
কুহক' বলেছেন: আশা করছি পরের বার আপনাকেও পাবো।
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
এম ই জাভেদ বলেছেন: সাহিত্যিকদের ভিড়ে ম্যাঙ্গো ব্লগারদের কোন স্থান নাই দেখে কিঞ্ছিত মন খারাপ হইল। আমিও এই ব্লগে এক খান গল্প লেখার চেষ্টা করসিলাম। সেই উসিলায় এই অধমকে কি সাহিত্য আড্ডায় একটু নেওন যায় না ? আমার লেখা এক মাত্র গল্পটি
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
কুহক' বলেছেন: সময় মতো চলে আসবেন আশা করছি।
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপার সাথের জন কিন্তু তন্ময় ফেরদৌস।
কাল্পনিক ভালোবাসা না, যদিও উনি পাঞ্জাবি পড়েই ছিলেন।
মূল কাহিনি জানা গেলো না, নাকি বিকেলেই আরেকজন চলে গেছেন
আমিও ছিলাম দেখি!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
কুহক' বলেছেন: কারেকশান করে দিয়েছি।
জ্বী জনাব আপনাকেও দেখা যায়.....
৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর তো
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কুহক' বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর তো !!!
৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
তারছেড়া লিমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কুহক ভাই আড্ডার ছবি গুলো শেয়ার করার জন্য।আপনাদের সবার সান্নিধ্য অনেক ভাল লাগল। সময় সল্পতার কারনে বেশি সময় আনাদের সাথে কাটাতে পারিনি কুষ্টিয়া ফেরার তাড়া ছিল বলে। অনেক ভাল থাকুন আর সময় পেলে কুষ্টিয়া থেকে ঘুড়ে যান।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
কুহক' বলেছেন: আহা... গ্রেট মিস করলাম মাত্রই মাগুরা থেকে ঘুরে আসলাম। হুম... চেনা-জানা হয়ে উঠবার আগেই আপনাকে আর পেলাম না কিংবা আমি চলে আসি।... সামনের আড্ডায় আশা করছি আবার পদার্পণ করবেন....
৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
মোমেরমানুষ৭১ বলেছেন: সামনে আড্ডা দিলে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ অবশ্যই আসব
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
কুহক' বলেছেন: প্রতি মাসের শেষ সপ্তাহের শুক্রবার এই আড্ডা হবে। মনে রাখলে খুশি হবো....
৫০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
স্বপনচারিণী বলেছেন: আহা! কী আনন্দ, আকাশে বাতাসে।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
কুহক' বলেছেন: স্বপনচারিণী বলেছেন: আহা! কী আনন্দ, আকাশে বাতাসে।
শুভেচ্ছা জানবেন।
৫১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
প্যাপিলন বলেছেন: কামনা করি আড্ডার এই মুখগুলো যাতে পরে বদলে না যায়, আড্ডা ধরে রাখুক সবাইকে
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
কুহক' বলেছেন: প্রথম ভাবলাম প্যাপিরাস... পরে দেখলাম ‘প্যাপিলন’! চশমাটা আবার বদলাইতে অইবো।
আশা করছি বদলে যাবে না। সাহিত্য করবে আর সমালোচনা সহ্য করবে না... তা হতে পারে না। সব কিছুর উর্ধ্বে তবু আড্ডাকেই প্রাধান্য দিবো।
শুভেচ্ছা ও নিমন্ত্রন পরবর্তী আসরের্
৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
রাজসোহান বলেছেন: আহারে, আগে জানলে অনন্ত জলিলরে না দেইখা যাইতাম আড্ডায়
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
কুহক' বলেছেন: আপ্নে আইবেন আড্ডায়? হ’ অইছে... অইরাম মুখে মুখে বহুৎ কতাই কওন যায় .....
সামনের আড্ডায় দেখি আসতে পারেন কি না....
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
আমিনুর রহমান বলেছেন:
পরের বার আর মিস করবো না 
আমি ফটো সেশন মিস করছি