![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
কুহক' বলেছেন: ৎঁৎঁৎঁ.... হ্যামিলনের সিরিকাস বাঁশিওয়ালা। চমৎকার শিল্পী।
২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো ভাইয়া। অনেক কষ্টে একটু আগে আজকের প্রবন্ধটা পোস্টাইলাম।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
কুহক' বলেছেন: আর ভাই বলেন না, গতরাতে নেটে যে কি হয়েছিলো !!!
৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
শায়মা বলেছেন: শিপুভাইয়া আর কাল্পনিকভাইয়া ছাড়া আর কাউকে চিনিনা তবে বাঁশিটা মনে হয় মোস্তফাভাইয়া বাজাচ্ছে।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
কুহক' বলেছেন:
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @শায়মা আপু-বাঁশি বাজাচ্ছেন ৎঁৎঁৎঁ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @শায়মা আপু-বাঁশি বাজাচ্ছেন ৎঁৎঁৎঁ। ২য় ছবিতে সর্বডানে অলওয়েজ ড্রিম। আমার ছবি আজ আসেনি। অঅপডেটের পর আসতে পারে। ছন্দের যে লেখাটি একটু আগে পড়লেন সেটি ছিলো আজকের অঅড্ডার মূল প্রবন্ধ।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
কুহক' বলেছেন: আমার মাথা এখনও ঘুরছে আর ছন্দের কথা মনে হলেই ঘাম হচ্ছে।.....
৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আড্ডার ছবি দেখে ভাল্লাগলো।।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
কুহক' বলেছেন: হো হো হো করে শুধুই হাসলেন বললেন না কিছুই....
৬| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
এম মশিউর বলেছেন: আপডেটের পরও আমার ছবি আসবে না।
পরের আড্ডায় আসতে পারে।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
কুহক' বলেছেন:
৭| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
আরজু পনি বলেছেন:
আন্ধার রাইতে আড্ডাবাজি ...
...ভালো লাগলো বেশ ।
বাঁশিওয়ালাকে স্পেশাল শুভেচ্ছা
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
কুহক' বলেছেন:
৮| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
মাহতাব সমুদ্র বলেছেন: কুহক ভাই আমার চা খাওয়ার ছবি কোই????
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
কুহক' বলেছেন: ক্যান!!! ছবিটা না দেখলাম খোমাপাতায় ট্যাগ খাইতাসে.....
৯| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২
শিপু ভাই বলেছেন:
এত এত ফটু তুল্লেন আর দিলেন এমন ব্যাক দেখানো ফটু!!! :'(
যাই হোক, সবার সাথে দেখা হয়ে খুব ভাল লেগেছে।
এ টি এম মোস্তফা কামাল ভাইয়ের সাথে অনলাইন পরিচয় অনেকদিনের হলেও কালকেই প্রথম সাক্ষাত। অলওয়েজ ড্রিম, ৎ ভাই, নেক্সাস ভাই ও অন্য সবাইকে আমার শুভকামনা!!!
আমার ভালো ফটু না দেওয়ার জন্য পুস্টে কইষ্যা মাইনাচ!!!
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
কুহক' বলেছেন: পুরাই মিছা কতা.... এত্তগুলা তুলছি যে কুনটা থুইয়া কুনটা দিমু ভাইব্বা পাইনাইক্ক্যা.....
অনেক অনেক ভালো লাগা জানবেন।
১০| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: আড্ডার ছবি ভাল লাগছে!!!
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া... আশা করছি আপনিও আসবেন। যদিও জানি না এসেছিলেন কি না.... এত্ত মশগুল আড্ডার মাঝে নাম মনে রাখাও দুঃসাধ্য কাজ।.....
১১| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
নেক্সাস বলেছেন: আহা কুহক .ভালো লাগা
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
কুহক' বলেছেন: নেক্সাস ভাই মুনিয়া আফা না অণিমা আফা ওনাদের খুঁজতাসি... পাইলেই ফুন দিবো.....
১২| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমোদিত হলুম
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
কুহক' বলেছেন: চিন্তায়েন্না বিনুদুনের ব্যবুস্থা কিবায় করা যায় সেই গবেষনা চলছে.....
১৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন:
শিপু ভাই এই নেন। এই ছবি আপনার জন্য। ছবি পোস্ট ভালো হয়েছে।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
কুহক' বলেছেন:
আপনারা সবাই সাক্ষী থাইকেন, সজীব ভাইয়ের নাকে লজ্জা আর নতুন করে আংটির ব্যবসা শুরু করেছেন... কোথাও বসার জন্যে টিয়া পাখি আর চিঠির খাম খুঁজছেন।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! কি সুন্দর আড্ডা দেন আপনারা !
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
কুহক' বলেছেন: কেনু... তখন আপনি কুতায় থাকেন?
১৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সবাইকে।
কয়েকজন পরিচিত প্রিয় মুখকে দেখে ভালো লাগলো। আমি আগে জানতাম না। হয়তো আজকেই যোগ দিতে পারতাম।
আশা করছি গল্প নিয়ে পরবর্তী আড্ডায় যোগ দেব।
অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০১
কুহক' বলেছেন: আরররররররে... কেঠাগো? আছেন কিরাম? চইলে আইসেন... সামখের আড্ডায়.... ফুনামুনি.....
১৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: ফেবুতেই দেখেছিলাম । আপনার ফটোগ্রাফিতে একটা প্রাণবন্ত আড্ডার ছবি ফুটে উঠেছে । ভালোলাগা জানবেন ।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
কুহক' বলেছেন: আর বলেন না ভাই। মোস্তফা ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে এই পর্যন্ত যা করেছি সব কেটে কুটে তেল রঙ চিত্র আঁকি। আঁকা ছাড়া অবশ্য পথও খোলা নেই।.... ভালো লাগা জানবেন প্রিয়।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! কি সুন্দর আড্ডা দেন আপনারা !
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
কুহক' বলেছেন: সে তো অভি ভাই বলেছে... আপনার মতামত কি? আপনিও কি জোছনাভুক বানভাসী মাইনুল ভাই?
১৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫
চৈতী আহমেদ বলেছেন: জোছনাভুক ছায়ারাজি!
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হা:.... যা বলেছেন আর কি!.... একবার আসতে চেষ্টা করুন না... দেখুন হয়তো আবার আপনাকে ফিরে পাবেন।...
১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
অলওয়েজ ড্রিম বলেছেন: @কামাল ভাই কই ২য় ছবিতে তো অলওয়েজ ড্রিমরে খুঁজে পাওয়া গেল না। তাকে তো ৩য় ছবিতে সর্বডানে দেখা যাচ্ছে।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
কুহক' বলেছেন:
এই লোকটা নিজেরও মাথা ঘুরায় সাথে সকলের মাথা ঘুরাইতে বাধ্য করে। ড্রিম ব্যাপার সেপারই আলাদা.....
২০| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সাহিত্য আড্ডার উপর চমৎকার একটি ছবি পোস্টের জন্য অভিনন্দন। কুহক ভাই অসাধারণ একজন মানুষ। কুহক ভাই আপনার উপস্থিতিতে অনুষ্ঠানে নতুন মাত্রা দিয়েছে।
কবি সাহিত্যিকদের জন্য এমন আড্ডা সত্যি উপভোগ্য এবং জানার জন্যও দারুন কার্যকরী। আমি অন্তত তাই মনে করি। তবে অনুষ্ঠানে টিংকু উপস্থিতি ছিল সত্যিই নাটকীয়। টিংকু কবে যে জেনারেল হবে অপেক্ষায় আছি। আফটার অল মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
কুহক' বলেছেন:
২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল আড্ডার ছবি দেখে।
পোষ্টের জন্য ধন্যবাদ! কোন একদিন হয়তো দেখা হয়ে যাবে।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
কুহক' বলেছেন: অপেক্ষা দীর্ঘ না হোক এই প্রত্যাশা করি।
২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
নূর আদনান বলেছেন: ভাল লাগল... আমার তো শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কুনো উপায় নাই...
২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:৪৪
নূর আদনান বলেছেন: তবে নাম-পরিচয় সহকারে পোষ্ট দিলে বেশি ভাল হত..
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
কুহক' বলেছেন: অন্য অনেকেই উপরের মন্তব্যগুলোতে পরিচয় দেবার চেষ্টা করেছেন।
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমিও কি ‘জোছনাভুক বানভাসী’ কবি কুহক ভাই
শুভেচ্ছা অফুরন্ত....
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
কুহক' বলেছেন: কেনো নয় মইনুল ভাই? অফুরান শুভেচ্ছা আপনার জন্যেও রইলো।....
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
আরজু পনি বলেছেন:
-----
নতুন বইয়ের জন্যে অভিনন্দন রইল ।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
কুহক' বলেছেন: আরে কি আজব! জানলেন কেমন করে? ধন্যবাদ। ভালো লাগলো অভিনন্দনটুকু।
চমৎকার থাকুন সারাটিবেলা....
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাশি বাজাচ্ছে উনি কে?