![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
রক্তচাপ বাড়িয়ে ঠোঁট ছুঁয়ে সরে যাবে সারস, ভাবনায় ছিলো না। ভাবনায় ছিলো না, মোজেজার দিন ভয় আর ক্রোধে কাঙাল নাটক মঞ্চস্থ করে সতীর প্রসাদ জুড়ে উড়েয়ে দিবে দীপালি অপেরার ফানুস! হায় সময়— সুলেমানী খোয়াবনামায় ভরে রাখছো মিথ্যেকথা। তাই হয়তো এক নামানুষ বলে ওঠে, ডাকপিয়নের ঝোলা থেকে নামিয়ে নিও পাকুড় বৃক্ষতলায় জমে ওঠা নুলো জগন্নাথের হাসিফোয়ারা— যে প্রায়শই দম টেনে জপে, ‘জয় হো ভোমকালি’
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
৩| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই ছিল আপনার শেষ পোস্ট। আপনার কাছে আরও পোস্ট আশা করেছিলাম।
৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬
ল বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন
৫| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন
৬| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
অশ্রুসজল নয়নে আপনার শেষ পোষ্ট টি দেখে গেলাম ।
দোয়া করি আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার জীবনের জানা অজানা, ছোট বড়, সকল গুনাহ মা'ফ করে দিয়ে
জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন । আপনার শোক সন্তপ্ত পরিবারেরকে সুরক্ষা করুন এবং এই বিপদের দিনে
শক্তি ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ।
আপনার জীবনের সকল মহত কৃতি শ্রদ্ধার সাথে আমাদের স্মরণে থাকবে দীর্ঘকাল ।
৭| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: মানুষ চলে যায়, তার লেখা থেকে যায়। প্রায় সাড়ে তিন বছর আগে লেখা আপনার এ পোস্টটাই হবে শেষ পোস্ট, তা কি তখন কেউ জানতো? ধীরে ধীরে আমরা সবাই এগিয়ে চলেছি শেষ পরিণতির দিকে।
ভাল থাকুন, শান্তিতে থাকুন পরপারে ... আপনার লেখা শেষ পোস্টটি পড়ে এ কামনাটুকুই এখানে রেখে গেলাম।
৮| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইয়ারহুমকুমুল্লাহ। আপনার শেষ স্মৃতি বলতে এই। আমাদের মাঝে আপনি অমর হয়ে থাকবেন। পরপারে আপনাকে আল্লাহ ভাল রাখুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন অনিঃশেষ শুভ কামনা জানবেন।