| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুমকুম
এলরে বৈশাখ এলরে
মনেতে রং লাগিলরে
এলরে বৈশাখ এলরে খুশীতে মন মাতিলরে
এলরে বৈশাখ এলরে মনে সুর তাল জাগিলরে
নাচেরে মন নাচে প্রাণেতে দোল লেগেছে
নাচে মন তাধিন তাধিন প্রাণেতে বীণ বাজেরে
খুশী বাংলার ঘরে ঘরে
আবারও বৈশাখ এলরে ৷৷
রং বাহারি শাড়ীতে সব রুপসীরা
খূশীর জোয়ারে যেন আত্বহারা
কানে দোল খোঁপায় ফুল মালা গলায়
হাতে চুড়ি নাকে নোলক নুপুর পায়
কপালে টিপ পরে হাসিমাখা মুখটি করে
চোখে কাজল একেঁ বৈশাখের ডাকে
সেজেছে মনের মতোরে
বৈশাখ এল বলেরে ৷৷
চারিদিকে জমছেরে জমেছে মেলা
পান্তা ইলিশের বৈশাখীমেলা
মাতাল হাওয়ায় উল্লাসে সব পাগলপারা
উৎসব আনন্দের যেন বইছে ধারা
সাথে মন গান গেয়ে যায় বৈশাখ আবার আসায়
বাজে ঢাক ঢোল বাজে একতারা দোতারা বাজে
তা থৈ তা থৈ সবাই নাচেরে
বৈশাখ এল বলেরে ৷৷

©somewhere in net ltd.