![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রায় বা রাজীবের হত্যার ঘটনার পরই এদেরকে আমি চিনেছি বা এদের নাম জেনেছি। ইচ্ছা হয়েছে এরা কী এমন লিখতো তা পড়ে দেখার।
আমি জানি, আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের আমার মতোই অবস্থা।
কারা চায় আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তাদের ব্লগ পড়াতে?
হজরত মুহম্মদ (সঃ)-কে অভিজিৎ রায় ডাকছেন- হজরত মহা...(!)
রাজীবের মৃত্যুর পর ফেইসবুকে তাঁর কিছু নোট আমি পড়েছিলাম। তিনি হযরত মুহম্মদ (সঃ)-কে ডাকতেন ...(!)
প্রশ্ন: এরা কি পেইড ব্লগার ছিল?
যাদের দ্বারা পেইড ও নিয়ন্ত্রিত হতো তাদের উদ্দেশ্য সাধন হয়ে গিয়েছিল?
এরপর ১. প্রমাণ মুছে ফেলতে, ২. বিশাল প্রচারণার জন্যে তারাই এদেরকে হত্যা করে? ( যেমন শার্লি হেবদো সাধারণত: ছাপা হতো ৫০-৬০ হাজার, আর সন্ত্রাসী হামলার পরের সংখ্যা ছাপা হলো ৩০ লক্ষ)
বি.দ্র. লেখাটি খুব ছোট হলেও এর কিছুটা নিজে লেখা, কিছুটা কপি-পেস্ট।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫০
কুষ্টিয়ারশুভ বলেছেন: অসভ্যতাই তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬
দ্যা আহমেদ মামুন বলেছেন: Click This Link