নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুষ্টিয়ারশুভ

কুষ্টিয়ারশুভ › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য ! somewhere in blog কেন এইটা করল? B:-)

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১২

এক বছরেরও বেশি সময় ধরে আমি কিছু লেখি নাই। তারপরেও আমি out হই নাই। এবার কি somewhere in blog আমাকে out করে দেবে?

এই লেখাটা লেখার সাথে সাথে somewhere in blog আমার লেখাটা ১ম পাতা থেকে সরিয়ে দেয় ও আমাকে এই e-mail টা করে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২০

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই ১ম পাতা জিনিসটা কি? একটু ব্যাখ্যা করবেন?

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৫

কুষ্টিয়ারশুভ বলেছেন: আমি কেমন করে ব্যাখ্যা করব? ওরাই তো আমাকে মেইলে লিখেছে যে:
dear blogger,

we are very sorry that we had to remove one of your post (B:-) অভিজিৎ রায় বা রাজীবের হত্যার খবর ও আমার সন্দেহ। /:)) from the front page. please note: this action just to keep a diversity of topics in the front page according to rule:

2c. if we see too many post about the same topic we may remove some or all of them in order to maintain diversity on the front page.

২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।

আপনি ওদের কাছেই জিজ্ঞেস করেন না, জিনিসটা কী

২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

নীল আকাশ ২০১৪ বলেছেন: ওরা কেন, কেউই জানেনা প্রথম পাতা বলতে আসলে কি বুঝায়। আগে ভাবতাম হোমপেজের নীচে যে ১,২,৩ লেখা থাকে সেটা। প্রথম পাতা থেকে সরানো মানে ২য় পাতায় নিয়ে যাওয়া। কিন্তু এখন দেখছি ব্যাপারটা সেরকম নয়। এর মধ্যে অন্য কোন ব্যাপার আছে।

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

কুষ্টিয়ারশুভ বলেছেন: ব্যপারটা কী হতে পারে? মুক্তমনে লিখুন

৩| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

চলন বিল বলেছেন: সামু বাম ঘেশা তাই...........................

:( :( :( :(

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৩

কুষ্টিয়ারশুভ বলেছেন: এই "বাম ঘেষা" ট্যাগটা গায়ে লাগিয়ে নেওয়াটা কি তাদের জন্য খুব দরকার ছিল? :(

৪| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

দ্যা আহমেদ মামুন বলেছেন: ভাই কবে জানী কি লেখা দেখি পরে মরা গেলে ব্লগে দু:খ প্রকাশ করে ফেলব।

৫| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২১

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ভাই, আপনার এই কেইস'র ক্ষেত্রে somewhereinblog-কে দোষারোপ করা ঠিক হবে না। কারন আপনি খুব অল্প সময়ের ব্যবধানে পর পর ২টি পোষ্ট করেছেন যা somewhereinblog-এর নিয়ম লঙ্ঘনের পর্যায়ে পড়েছে।
somewhereinblog-এর প্রথম পাতায় সর্বাধিক ১৩ টি পোষ্ট প্রকাশিত হয়।
আপনার ১ম পোষ্ট এর পর ২য় পোষ্টটি somewhereinblog-এর ৭ম পোষ্টে প্রকাশিত হয়েছিল যা somewhereinblog-এর ভাষায় "ফ্লাডিং" বলা হয়।
এরকম ক্ষেত্রে somewhereinblog কর্তৃপক্ষ সেই ব্লগারের লাষ্ট পোষ্টটি মুছে দেন যা তাঁদের নিরদেশনাতে দেয়া আছে। আপনি তা পড়ে দেখতে পারেন। তাই এক্ষেত্রে somewhereinblog-এর কোনো দোষ দেখছিনা ভাই। :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:১২

কুষ্টিয়ারশুভ বলেছেন: আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ...তাই এক্ষেত্রে somewhereinblog-এর কোনো দোষ দেখছিনা ভাই। :)

আপনি কি somewhereinblog-এর কোনো একটা দোষ(ভুল নয়, দোষ) বলতে পারবেন?

আপনাকে মনে হয় চিনতে পারছি :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:০২

কুষ্টিয়ারশুভ বলেছেন: তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ। :)

৬| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

শাহ আজিজ বলেছেন: কনক সারোয়ার কে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে শীর্ষক পোষ্টে এই কুষ্টিয়ার শুভ একটা লিঙ্ক দিয়ে বলল এখানে দেখুন। এখানে তোঁ জব্বর ব্যাপার । কনক নেই তবের সামুর একটা মেইল কপি আছে যার বঙ্গানুবাদ করার জন্য ও সহিছে সামঝানোর জন্য আমাদের হাজিরার দরকার হয়েছে।
ভাই কুষ্টিয়া , আপনি এই ইংরেজিটুকু বোঝেন না ! মেইল কে খুলে দিয়েছিল? এক খবর থেকে আপনি আমাদের অসৎ পন্থায় আপনার নিজ সমস্যায় জড়ালেন কেন। এটি ঠিক নয়।
না বুঝলে গুগলে যেতেন!!!

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

কুষ্টিয়ারশুভ বলেছেন: শাহ আজিজ বলেছেন: "কনক নেই তবের সামুর একটা মেইল কপি আছে যার বঙ্গানুবাদ করার জন্য ও সহিছে সামঝানোর জন্য আমাদের হাজিরার দরকার হয়েছে।"

"এক খবর থেকে আপনি আমাদের অসৎ পন্থায় আপনার নিজ সমস্যায় জড়ালেন কেন"

আপনার মন্তব্যটাও বুঝতে পারলাম না। এখন কি আমাকে গুগলে যেতে হবে?
:(
ঐ লিংকটা দিয়েছিলাম, কারণ ঐ পোস্টে আরও একটা লিঙ্ক আছে, আপনি যাতে ঐখানে গুতা দেন। বুঝলাম যে আপনি গুতান নাই। :)

এটা ঠিক যে কনক সারোয়ার কে পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়া সংক্রান্ত মন্তব্য নয় ওটি। "কিঞ্চিত অসৎ পন্থায়" আপনাকে ঐ লিংকটাতে গুতাতে প্ররোচিত করেছি। :) কী করব, সামু যে আমার পোস্ট সরায়ে ফেলে... আপনাকে পড়াব কেমন করে আমার পোস্ট?

আর, আমার মেইলটা ঠিক ১০ বছর আগে আমিই "খুলে"ছিলাম... ক্যান ভাই ঠিকঠাক "খোলে" নাই? :(

আর, ইংরেজি বুঝা? ... ভাই এইডা খুবই কম বুঝি। ৪বছর ধরে ইংরেজির শিক্ষকতা করে আজ বুঝলাম আপনার কাছ থেকে কিছু না শিখলে আমার জীবনটাই বৃথা। আপনার ঠিকানাটা দেবেন? একটু পড়তে যাব...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.