![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে বায়ে মহম্মদ আল জেয়সি ডানে সাকের আল জোহরি ডানে
অনেক দর্শক আছে। যারা টিভিতে শুধু টক শো দেখে। গরম গরম ঝগড়া কার না ভালো লাগে। যুক্তিতে একজন আরেকজনকে হারিয়ে দিলে খুশি হয় বিজয়ী পক্ষ। পরের দিন আবার এই টক শো নিয়ে লোকজনে শুরু হয় আরেক বাহাস। বাংলাদেশে আজ টক শো একটি জনপ্রিয় অনুষ্ঠান। এর উপস্থাপকরাও আজকের দিনে তারকা।
তেমনি আজ এক টক শো কথা বলতে যাচ্ছি। যেখানে এই শোটি চলছিল সেটা টক শো না হয়ে রূপ নেয় ভাংচুর ও মারামারি শোতে। টক শো এতটাই উত্তপ্ত হয় যে বি-তার্কিক গণ তর্ক যুদ্ধ ফেলে একজন আরেকজনকে মারতে উদ্যত হয়। মাঝখানতে মডারেটর সেখান থেকে কোনো ক্রমে নিজেকে সরিয়ে নেন।
জর্ডানে অনুষ্ঠিত একটি সেভেন স্টারস টিভি চ্যানেলের লাইভ শো তে ঘটে এই ঘটনা। সেই টক শো এর উপস্থাপক দুই জন সাংবাদিককে আহ্বান করেছিল বিতর্কে। বিতর্কে বিষয় ছিলো সিরিয়া যুদ্ধ। সাংবাদিকদের একজনের নাম সাকের আল জোহারি অন্যজন মহম্মদ আল জেয়সি।
সে যাই হোক বিতর্কের এক পর্যায়ে মহম্মদ আল জেয়সি সাকের আল জোহারিকে সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য করার জন্য অভিযুক্ত করে। এর পর সাকের আল জোহারি মহম্মদ আল জেয়সিকে আসাদ সরকারের টাকা খেয়ে এসব বলছেন বলে অভিযুক্ত করেন। এরকম অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে তাদের মধ্যে এ নিয়ে শুরু হয়ে হাতাহাতি। এক পর্যায়ে টকশো এর টেবিল ভেঙ্গে ফেলে একজন আরেকজনকে ধাক্কা মারতে থাকেন। ছবিতে যা দেখা যাচ্ছে। এদিকে লাইভ শো তখনও চলছিল। উপস্থাপক কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান কি করবেন ভেবে পাচ্ছিলেন না।
অবশেষে সেখানে উপস্থিত অন্য সদস্যরা উভয়কে টেনেটুনে আলাদা করে শান্ত করেন।গত ৬ মে মঙ্গলবার এই টক শোটি অনুষ্ঠিত হয়।
০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩০
লোডশেডিং বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:

আমাদের দেশেও কয়দিন পর এমন হবে।
জুতা শাহজাহানের চোখ উপড়ে ফেলার হুমকির কথা মনে নাই