নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

সততার পুরস্কার

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৪

ছবিতে চামিন্দা অমরসিংঙ্গে



অস্ট্রেলিয়া প্রবাসী এক দক্ষিণ এশিয়ান সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। তার সৎ কর্ম কে পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার নিম্ন আদালত। চামিন্দা আমর সিঙ্গে তার নাম। পেশায় একজন ছাত্র। রেস্টুরেন্ট অন্যান্য কাজ করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।



অমরসিঙ্গে ২০১১ সালের আগস্ট মাসে টয়লেট পরিষ্কার করতে গিয়ে ১ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার( ইউএস ৯৩৬০০, বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লক্ষ ৭২ হাজার টাকা) পান । এই টাকা নিজের নয় ভেবে তিনি পুলিশ ডেকে দিয়ে দেন। বিগত তিন বছর পুলিশ টাকার আসল মালিকের খোঁজে নামে। কিন্তু কেউ এই টাকার মালিকানা দাবি করেনি। অবশেষে অস্ট্রেলিয়ার বিচারক চলতি সপ্তাহে এই টাকার সিংহভাগ পুরস্কার স্বরূপ অমরসিংগেকে দেওয়ার ঘোষণা করেন।



৭৬ হাজার মার্কিন ডলার পাবেন আমরসিঙ্গে বাকী টাকা সাড়ে ১৮ হাজার ডলার নেবে অস্ট্রেলীয় সরকার ।



পুরস্কারের এত টাকা পেয়ে খুশি অমরসিঙ্গে। তিনি এই টাকার মধ্যে থেকে কিছু প্রতিবন্ধী ছেলে মেয়েদের দান করবেন । তারপর কিছু টাকা অস্ট্রেলিয়ার একটি বৌদ্ধ মন্দিরে দেবেন। বাকী টাকা নিজের খরচ চালানোর কাজে লাগাবেন বলে জানালেন।এই সেই টাকা





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! এত অসততার ভিতরেও এরকম মানুষজন এখনও টিকে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর!

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৮

দাদা- বলেছেন: Honesty is the best Policy.

সততাই সেরা নীতি ।

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬

পংবাড়ী বলেছেন: মাফিয়ার টাকা হয়তো; আপনার নয়তো?

৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: ওটা অস্ট্রেলিয়া তাই হাজার হাজার দাবীদার আসেনি আর চামিন্দা শ্রীলংকান নাগরিক তাই ফেরৎ দিতে গেছে! বাংলাদেশী চিজ হলে কবে গাপ করে দিত টেরই পেতেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.