![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের গত সংসদের নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এই নির্বাচনে দেশের প্রধান বিরোধি দল সহ বেশ কয়েকটি ধর্ম ভিত্তিক দল অংশগ্রহণ করেনি। এ কারণে নির্বাচন অবৈধ হতে পারে না। এটা সত্য। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদে প্রতিনিধি নির্বাচিত হয়। এক্ষেত্রে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, তারা কি সংবিধান সম্মত ভাবে হলেন ? তারা তো আর সংসদের মহিলা আসনের মত প্রতিনিধিত্ব করেন না। এই কারণে ১৫৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি কোনো মতেই নির্বাচিত প্রতিনিধি নন। এরা অবৈধ। এদের আসনে অবিলম্বের ভোটের আয়োজন করতে হবে সরকারকে। তখন না ভোটের বিধান রেখে নির্বাচন করলে বৈধতা পাবে এদের সংসদের প্রতিনিধিত্ব। কিন্তু মহামান্য হাইকোর্ট এই বিতর্ক খারিজ করে দিয়েছেন। মহামান্য হাইকোর্টের উচিত ছিল এ বিষয়ে এমিক্যাস কিউরি গঠন করে একটি পর্যবেক্ষণ নেওয়া। কিন্তু সেটি তারা করেননি। সরকার বাহাদুরের চোখ রাঙ্গানিতে মহামান্য হাইকোর্ট নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে চুপসে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ একটি দল বিশেষের দখলে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেই কি ক্যাঙ্গারু কোর্ট বলে?????
যাদের সর্বোচ্চ ক্ষমতা দেশে কোন ভুল হলে তাকে সংশৌধনের.. তারাও যদি বায়সড হয়ে যায়- আমজনতা অসহায় হয়ে পড়ে!!
সরকার গঠনে ১৫১ সিট লাগে, ১৫৪ অনির্বাচিত.. এটাতো কোন বিজ্ঞ হওয়া লাগেনা.. সাধারন জ্ঞানেই অবৈধ বলে প্রমাণীত হয়।