![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক সপ্তাহ আগে দৈনিক প্রথম আলো একটি সরকার বিরোধী প্রতিবেদন ছাপে। অনুসন্ধান মূলক ওই প্রতিবেদন তৈরি করে রোজিনা > রেজিনা নামক এক সাংবাদিক। মুক্তিযুদ্ধের ক্রেস্ট বিতরণে ক্রেস্টে স্বর্ণ কম দেবার প্রতারণা। দুধ বিক্রেতা গোয়ালা দুধে জলা মেশাবেন এটাই সত্য। গোয়ালা থেকে দুধ যারা কেনেন তাদের এই সত্য নতুন করে বলার কিছু নাই। তাই স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক লাভের জন্য স্বর্ণ কম দিয়ে তাতে খাদ মেশাবেন এটাই সত্য। স্বর্ণর যে দাম রাখা হয়। সে অনুসারে স্বর্ণ দেওয়া হয় না। এটা যদি ওই প্রথম আলোর সাংবাদিক না জানেন তবে তিনি কি অনুসন্ধান করলেন সেটা তিনিই জানেন। এই নিয়ে দেখি টক শোতে সরকারকে এক হাত নিচ্ছেন কতিপয় রাজাকার সহানুভূতিশীল বিশেষ বুদ্ধিজীবী, কলামিস্ট সাংবাদিক। এরা মনে হয় স্বর্ণ দিয়ে কখনো কোনো গহনা কিংবা আংটি, চুরি ব্রেসলেট বানাননি। বানালে ধরা পড়ত কত দিয়ে কি পরিমাণ স্বর্ণ বাজার থেকে কিনলেন।
সে যাই হোক প্রথম আলোর মান দিনকে দিন পড়ে যাচ্ছে। এখন প্রথম আলোর মতি মিয়ার প্রেসের গল্প কেউ আর পড়ে না।
২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন:
চোরের মায়ের বড় গলা
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ দুপুর ১:২৩
ভুয়া প্রেমিক বলেছেন: যারা এই ক্রেস্টের সোনা চুরি করে খেয়েছে আপনি কি তাদের একজন?
দুধ বিক্রেতা গোয়ালা দুধে জলা মেশাবেন এটাই সত্য। । স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক লাভের জন্য স্বর্ণ কম দিয়ে তাতে খাদ মেশাবেন এটাই সত্য। স্বর্ণর যে দাম রাখা হয়। সে অনুসারে স্বর্ণ দেওয়া হয় না।
আপনার তো দেখি ১৪ গুষ্টি চোর। ছোটবেলা থেকে বাপ-দাদার চুরি দেখে মনে হয় বড় হয়েছেন এইজন্য চুরি এখন খুব সাভাবিক ব্যাপার মনে হয় আপনার।
নির্লজ্জ