নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

বিশ্বব্যাংক আইএমএফের দিন শেষ, আসছে নিউ ডেভালপ ব্যাংক

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২২

একটা সময়ে দেশ দখলের যুদ্ধ হতো। এখন আর দেশ দখলের যুদ্ধ হয় না। এখন যুদ্ধ হয় বাজার দখলের। এখন হয় অর্থনৈতিক যুদ্ধ। কোনো দেশকে কোন ঠাসা করতে ব্যবহহৃত হয় অর্থনৈতিক নিষেদ্ধাজ্ঞা। এতদিন সাম্রাজ বাদীরা ও তাদের দোসররা ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ এর মত সংগঠন ব্যাবহার করে পৃথিবীর গরীব ও উন্নয়নশীল দেশ গুলোকে শাসন করতো। এখন তাদের এই মনোপলি ভাঙ্গতে আসছে ব্রাজিল,রাশিয়া,চায়না, ভারত ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস নামের সংগঠনের তৈরি নিউ ডেভেলপ ব্যাংক। ২০১৬ সাল থেকে তারা পৃথিবীর গরিব ও উন্নয়নশীল দেশ গুলিকে অর্থনৈতিক সাহায্য অনুদান ঋণ ইত্যাদি দেওয়া শুরু করবে। এই ব্যাংকের সদর দপ্তর হবে সাংহাই। বিশ্ব অর্থনীতির চাকা যে এখন ঘুরে যাবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে বিশ্বব্যাংক ও আইএমএফের দালালদের দৌড়াত্ব এবার কমে যাবে। এই ভয়ে ব্রিকস সম্পর্কে ওলট পালট মন্তব্য করছে এই গোষ্ঠী। বুধবার রাতের ইনডিপেনডেন্ট টিভিতে এরকম এক দালালের টক শো তে এসব শুনি। বিশ্বের সবচেয়ে বড় বাজার অর্থনীতি হচ্ছে ভারত ও চীন। এদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠলে মার্কিন ব্রিটিশদের প্রভাব যে এই অঞ্চলে থাকবে না তা নিশ্চিত করেই বলা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.