![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো আমাতে নেইরে
পথ হারিয়েছি তোর অন্তরে
লণ্ঠন হাতে থাক দাঁড়িয়ে
আসবো আমি চুপিসারে ৷
হাতটা রাখলে আমার হাতে
হারাবো আমি তোকে নিয়ে
লোকালয় ছেড়ে বহুদুরে
ভালোবাসার ঘর সাজিয়ে ৷
কি ভাবছিস চুপটি করে
পা ফেলিস তুই ধীরে ধীরে
তাকিয়ে থাকবো পথ চেয়ে
তোরই আসার অপেক্ষাতে ৷
©somewhere in net ltd.