![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে ১০মাস ১০দিন থেকেছি
অতঃপর আলোর সংস্পর্শে এসেছি
আর তখন থেকেই যুদ্ধ শুরু করেছি
অবশেষে আজ অনেক কিছু শিখেছি ৷
জীবনযুদ্ধে কখনোবা আমি জিতেছি
আবার কখনোবা পরাজিতও হয়েছি
অনেক চড়াই উৎরাই পাড় করেছি
অবশেষে আজ আমি জয়ী হয়েছি ৷
অনেকটা পথ আমি একাই চলেছি
আমার আমিত্বকে জানান দিতে লড়ছি
এ লড়াইয়ে সংসার পরিজনও হারিয়েছি
অবশেষে আজ আমি জয়ী হতে শিখেছি ৷
জীবনযুদ্ধে পরাজিতদের মৃত্যু দেখেছি
আবার হার না মানাদের অগ্নিযুদ্ধ দেখেছি
আর হার না মানাদের থেকে প্রেরণা নিয়েছি
অবশেষে আজ আমি জিতার মন্ত্র শিখেছি
জেনেগেছি টাকার কাছে পৃথিবী গদ্যময় ৷
২| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
কত হাজারকে হারায়েছেন?
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৩
কানিজ রিনা বলেছেন: What is This. এ আবার কেমন কথা
সংশার পরিজন হাড়ায়ে জিতেছেন? কোন
যুদ্ধে কেমন যুদ্ধে। সংশার পড়িজন হাড়ানো
মানেতো হেরে যাওয়া। যেমন হুমায়ন আহম্মদ
হুমায়ুন ফরিদী। এরকম যুদ্ধ নয়তো?
তবে যার যার হার জিত তার তার কাছে।