![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজিৎ
ক্ষমা করে দিস দাদা ,
তোর রক্ততো শুকিয়ে গেছে
সেখানে রাজপথ নতুন হয়েছে
তোর রক্তে কি সেই শক্তি আছে
যে , সে পথ ভেদে দাঁড়াবে উঠে?
বিশ্বজিৎ
ক্ষমা করে দিস দাদা ,
তুই তো জানিস দাদা আইন অন্ধ
তাইতো সে কালো কাফনেই বন্ধ
অন্ধ সে দেখেই না ভালো আর মন্দ
সেতো দেখে প্রমাণ হোক না তা মন্দ ৷
বিশ্বজিৎ
ক্ষমা করে দিস দাদা ,
না দিতে পারলাম তোকে বাঁচার স্থান
না পারলাম দিতে তোর রক্তের সম্মান
তবে বিশ্বজিৎ তুই কিন্তু বড় ভাগ্যবান
তুই বাঁচলে তোকেই আসামী বানাতাম ৷
২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬
প্রোলার্ড বলেছেন: যে দলের সাপোর্টার বিশ্বজিতেরা সেই দলের নিবেদিত কর্মীদের হাতে বলি হল বিশ্বজিৎ । চিরস্থায়ী ভাল কিছু পেতে হলে এরকম বলি তো মন্দ কিছু না !
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: ক্ষমা চেয়ে কি লাভ।
পরিবর্তন আনতে হবে, পরিবর্তন।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
ব্লগ মাস্টার বলেছেন: বিশ্বজিৎ ক্ষমা করে দিস দাদা ।