![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুনিদের কখনো কোন ধর্ম হয়না
ওরা মানুষ না মানুষ রুপী হায়েনা,
ওরা ধার্মিক নয় ধর্মের লেবাসধারী
ওরা জানে ধর্মের যতো ছলচাতুরি
তাইতো ওরা ধর্মের নামে করে চুরি ৷
একজন খুনি কি করে ধার্মিক হয়
ওরাতো ধার্মিকের রুপে ধর্মান্ধ হয় ,
মানুষ হয়ে যারা মানুষকে খুন করে
মানবতা কখনো থাকেনা সে অন্তরে
আর মানুষ্যত্বহীন ধর্ম দিয়ে কি হবে ?
ওরা খুনি ওরা ধার্মিক কি করে হয়
মানুষ খুন করে হয়নাকো ধর্মের জয়,
ধর্মকে যদি তুমি সত্যিই বাসো ভালো
হত্যা নয় তবে মানুষকেই ভালোবাসো
মানুষই জ্বালবে তোমার ধর্মের আলো ৷
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
নুসরাত অনি বলেছেন: কঠোর কথা লিখেছেন।
ভালোলাগা রইল।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ প্রিয় পাশে থাকবেন
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: জ্বী জনাব
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
যুবায়ের খান বলেছেন: হুমম, ঠিক বলেছেন। কারণ ওদের ধর্মে আছে জীব হত্যা মহাপাপ, তাহলে কি মুসলিমরা জীব নয়?
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
সত্য বলেছেন।