![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা রোহিঙ্গা
ওরাই জানে ওদের কি ব্যাথা
ওরা দেখেছে বর্বরের নির্মমতা
ওরা স্বচক্ষে দেখেছে মায়ের হত্যা
দেখেছে ধর্ষিতা বোনের আত্মহত্যা ৷
ওরা রোহিঙ্গা
ওদের আজ থাকার জায়গা নেই
তবুও ওরা হারায়নি জীবনের খেই
ওরা ভেসে আসছে ঐ নাফ নদীতেই
তাই ওদের বাঁচাতে হাত বাড়িয়ে দেই ৷
ওরা রোহিঙ্গা
ওদের জন্য আর করুণা চাইনা
চাইনা মিছে কান্না কিম্বা সমবেদনা
ওদের জন্য চাই ওদের প্রাপ্য পাওনা
যা অন্তর থেকে ভালোবাসা দিয়ে কেনা ৷
ওরা রোহিঙ্গা
ওদের উদর ভর্তি এখন ক্ষুধা
আর সু চির আছে রক্ত পিপাসা
এসো ওদের বুকে দেই সাহস আশা
যেনো ওরাই দুর করে ওদেরই দুর্দশা ৷
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওদের প্রাপ্য পাওনা কে দেবে?
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
সোহাগ সালেহ বলেছেন: ওরা দুর্ভাগা, কারণ ওরা রোহিঙ্গা।