![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে পথিক ,
এই যে একটু এদিকে তাকাও
আমি বৃক্ষ আমাকেও বাঁচাও ,
আমাকে রক্তাক্ত করে কি পাও
কেনো এই বুকে পেরেক ঢুকাও
কেনো বুকে সাইনবোর্ড টানাও ৷
এই যে পথিক ,
এটা কি তুমি ঠিক করছো বলো
আমার দানেই তোমরা যে বাঁচো ,
একথা কি বেমালুম ভুলে গেছো ?
আমাকে মেরে বাঁচার স্বপ্ন দেখো
আমি না থাকলে বাঁচবে কি বলো?
এই যে পথিক ,
আমার ছাঁয়ায় এসে একটু বসো
এক গল্প বলি তোমাদের শোনো ,
মানুষ আজব এক প্রাণী জানো
আমার জন্য আন্দোলন করছো
তবুও এই বুকেই পেরেক ঠুকছো ৷
এই যে পথিক ,
বুকে এক সাইনবোর্ড ঠুকে দিলে
বাঁচাও বৃক্ষ লেখা ঐ সাইনবোর্ডে
বৃক্ষ বাঁচলে তবেই মানুষ বাঁচবে
অথচ ! তুমি বলো এটা কি করলে
মাকেই মেরে "ঝি"কেই বোঝালে ৷
এই যে পথিক ,
এখনই সচেতন হও সময় আছে
আমার বুকে বোর্ড কেনো টানাবে
আমাকে কি তোমরা বাঁচতে দিবে ?
তবে এখনই সববোর্ড ফেলো খুলে
আমাকে বাঁচতে দাও উন্মুক্ত ভাবে ৷
২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ মান্যবর আমাদের সকলের সচেতন হওয়া উচিত
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
নাসির ইয়ামান বলেছেন: লেখাটা ভাল হয়েছে
তবে লেখাটা যাদের পড়ার কথা তারা কি পড়বে। আর পড়লেই বা কি হবে(?)
যেখানে এত আন্দোলনের পরেও রামপালে বিদ্যুত্ কেন্দ্রের কাজ সমানতালে চলছে।
বেচারা সুন্দরবনের (কিন্তু অসহায়) গাছপালা ও পরিবেশ অসুন্দর করা হচ্ছে।
তাই আমরা বলি ও আক্ষেপ করি। এ ছাড়া আর কী উপায় আছে।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০
আবু তালেব শেখ বলেছেন: বৃক্ষ আমাদের মানব দেহের অংশ বলতে হয়।কারন বৃক্ষের অক্সিজেন ছাড়া মানব দেহ অকেজো।
আমি বৃক্ষ নিধনের নিন্দা জানাই
পরিশেষে বলতে হয় কবিতাটা খুব সুন্দর হয়েছে