![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ এক পরজীবী প্রাণীর নাম
ছিলো পিতার অন্ডকোষে স্পাম
করে নিলো মায়ের জঠরে স্থান ৷
সবকিছুই নিলো ভাগাভাগি করে
আশ্রয় নিয়েছিলো সে যে জঠরে
ভূমিষ্ট হতেও দুঃখ দিলো তারে ৷
লালিত পালিত হলো সে সংসারে
হাঁটা চলা শিখলো তাও হাত ধরে
বলতে শিখলো তাও শুনে শুনে ৷
শৈশব,কৈশোরেও থাকেনি একা
আশেপাশে তৈরি ছিল তার ছাতা
পাড়া-পড়শী,বন্ধু,স্বজনের ছায়া ৷
কর্মজীবন নির্ভর তাও অন্য হাতে
তবুও দেখি মানুষ গর্ব করেই বলে
সে নাকি নিজের পায়েই দাঁড়িয়ে ৷
সংসার জীবনেও থাকে অবলম্বন
স্বামী-স্ত্রী কিম্বা সন্তান আপনজন
মানুষ পরজীবী এটাইতো জীবন ৷
লাশ হয়েও পারেনা একাকী যেতে
কফিন তাও নিতে হয় অন্য কাঁধে
মানুষ পরজীবী তবুও যাই ভুলে ৷
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২
অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: মোস্তাক ভাই, ভালোই লাগলো।