![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে হতে প্রায় ত্রিশ বছর আগে
আমাদেরওতা যৌবন ছিলো শরীরে ,
আমরাওতো ছিলাম তারুন্যে টগবগে
আজ হয়েছি চল্লিশ পেরিয়ে চার্লসে ৷
প্রাণভয় ভুলেছি মুজিবের কন্ঠ শুনে
দেশের জন্যে ঝাপিয়ে পরেছি যুদ্ধে ,
সে সময়ে আগুন জ্বলেছিলো রক্তে
দেশপ্রেম ছিলো আমাদেরও হৃদয়ে ৷
জেগে ওঠো তরুন ,
বয়সে এখনও তোমরাতো তারুণ্য দীপ্ত
তোমরাই করবে সব অবিচার প্রতিহত ,
অথচ সেই বয়সে তোমরা মাদকাসক্ত
ঘুমিয়ে পড়েছে আজ তোমাদের রক্ত ৷
জেগে ওঠো তরুন ,
তারুণ্যকে উৎসর্গ করো দেশেরই জন্য
উৎসর্গ করোনা নিজেকে নেশার জন্য ,
তৈরি হও আজ প্রতিবাদী কন্ঠের জন্য
হইওনাকো অপরাজনীতির তৈরি পণ্য ৷
জেগে ওঠো তরুন ,
তোমরা তরুণ তুলবে পাল ধরবে হাল
হইওনা কারোই মিষ্টি কথায় বেসামাল ,
তোমরা তরুণ হবে ন্যায়ের জন্যে ঢাল
আর অপরাধীরা ভয়ে হবে বেসামাল ৷
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
জাগার দরকার নেই, শুধু ইয়াবা না খেলে ও পরীক্ষা ফাঁস-করা প্রশ্ন না নিলেই হবে।