![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার পায়ে আজ শেকল
মানবতাও দেখি হয়েছে বিকল ,
মানুষগুলো দেখতে কিন্তু সরল
আর অন্তরে বোঝাই শুধু গরল ৷
মানুষগুলো আজ হয়েছে দূর্বল
আর অমানুষগুলো শক্ত সবল ,
ওদের জন্য আছে বড় বড় দল
মুখোশের ভীরে মানুষই বিরল ৷
স্বাধীনতা সে পরাধীনতায় বন্দী
ক্ষমতাভোগী আর লোভীর সন্ধি ,
ওরা স্বাধীনতার শিকলেই বন্দী
কবে হবে এই বন্দীদশার মুক্তি ?
সহায় সম্বল গিয়ে রক্তটুকুই পুঁজি
তাই আবারো সে সবলকেই খুঁজি ,
যে দূর্বলকে দিবে সে শক্তির পূঁজি
আবার হবে এই স্বাধীনতার মুক্তি ৷
অমানুষেরা ভোগ করে স্বাধীনতা
আর মানুষগুলো এখানে পরগাছা ,
আর্তনাদ শুনি বাঁচাও আর বাঁচা
জানিনা কি করে ভাংবো এ খাঁচা?
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৭
M.r.Forhad বলেছেন: অসাধারণ কবিতা