![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হয়েছে,অনেকে দিয়েছেন
দয়া করে এবার একটু ক্ষ্যান্ত দেন ,
জনগনের ভোটেই নেতা হয়েছেন
সে জনগনকে বৃদ্ধাঙ্গুল দেখালেন?
বলবেন আমার জন্য কি করলেন ?
মাথায় ঠিকই ঋণের বোঝা দিলেন
আর আমাকে ভুখাই রেখে দিলেন ,
যারযার গল্প তারতার কাছে রাখেন
কিছু জানতে চাইনা শুধু খেতে দেন ৷
জনাব বলবেন কার উন্নয়ন করলেন ?
জনগনকে ঠিকই আঁধারে রাখলেন
আর নিজে আয়েশের ঘুম ঘুমালেন ,
অনেক হয়েছে এবারতো ক্ষ্যান্ত দেন
কতোদিন আমাকে বোকা বানাবেন?
আমার যা দরকার তাকি দিয়েছেন ?
কিছু চাইনা আমাকে শুধু খেতে দেন
তিনবেলা নাই দিলেন একবেলা দেন ,
আমাকে না আমার পরিবারকে দেন
করজোড়ে মিনতি তবুও খেতে দেন ৷
জনাব আমি ক্ষুধার্ত আপনি জানেন ?
মিছিল,মিটিং বুঝিনা শুধুই খেতে দেন
জনগনও আপনাকেই করবে নির্বাচন ,
আমি ভুখা আমাকে একটু খেতে দেন
নয়তো কেরে খেয়ে নিবো সব উন্নয়ন ৷
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
কামরুননাহার কলি বলেছেন: খেতে তো এখন আর কেউ দিবেনা আপনাকে
আপনাকে কেড়ে নিয়ে খেতে হবে।
কিছুই জুটবে না আপনার আমার কপালে।
তাই যত পারেন কেড়ে খান।
তাতেই শান্তি পাবেন ।