![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিই একদিন ফিরে চলে যাবো
সেদিন একবার শুধুই দেখে যেও
এ ছাড়া আর কিছুই চাইনা প্রিয় ৷
প্রিয় আমায় তুমি যেও ভুলে যেও
অভিমান গুলোও সবই ভুলে যেও
মনে রেখো না আর খুনসুটি গুলো ৷
তুলসি তলায় পরে অাছে এ দেহ
মনতো আছে তোমার কাছে প্রিয়
চিতাতেই তবে কি করে যাই বলো ?
এ জন্মে সাধ অপূর্ণই থেকে গেলো
তবু পরজন্মে আমারই তুমি থেকো
এ পাওয়াই যে অনেক পাওয়া প্রিয় !
গলে না হোক সমাধিতে ফুল দিও
জাতি,কুল,মান সব না হয় গেলো
তবুওতো তোমার ছোঁয়া লাগলো ৷
প্রিয় ওগো আমায় যেও ভুলে যেও
স্বপ্ন,স্মৃতি যা আছে সবই ভুলে যেও
তবুও একবার সমাধিতে ফুল দিও ৷
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা।
অবশ্যই সে সমাধিতে ফুল দিবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।