![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ওরা বেমালুম ভুলে যায়
এ বাংলা কোন ব্রিটিশ কলোনী নয় ,
নয়কো জারজ পাকিস্থানী কলোনী ৷
মাঝে মাঝে ওরা বেমালুম ভুলে যায়
যে,আমার টাকাতে ওরা বেতন পায় ,
খেতে পায় আমার ফলানো ফসলে ৷
মাঝে মাঝে ওরা বেমালুম ভুলে যায়
যে,আমার ভোটে ওরা ক্ষমতায় যায় ,
অথচ আমার উপরেই ছড়ি ঘোরায় ৷
মাঝে মাঝে ওরা বেমালুম ভুলে যায়
এই দেশ কোন স্বৈরতান্ত্রিক দেশ নয় ,
এদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ ৷
মাঝে মাঝে ওরা হাতে হাতও মেলায়
আবার বুকে জড়িয়ে নেয় অবলীলায় ,
আহ্ কি সুনিপুন ওদের সে অভিনয় ৷
আমার মাথাতেই কাঁঠাল ভেঙে খায়
তাকেও আবার শূলে চরায় নির্দিধায় ,
হাতে মেলানো হাতটা সাতবার ধোয় ৷
মাঝে মাঝে ওরা অতীতটা ভুলে যায়
শেকড়কে ভুলেই শিখড়ে উঠতে চায় ,
দেশকেও বাঁশের খাঁচা বানিয়ে ছাড়ে ৷
২| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৪৪
আকিব হাসান জাভেদ বলেছেন: মাঝে মাঝে স্বপ্ন গড়ার
দেখায় রঙ্গিন চাদঁ
ঘুম ভেঙ্গে দেখি
এ তো চাদঁ নয়
শুধু তড়িৎ বেটারি বাতি।
মাঝে মাঝে মহাকাশ ঘুড়িয়ে
দেখায় নতুন যাদু
কে জানে তার খবর
নিবে কোন বাবু্ ।।
৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৪৫
জোকস বলেছেন: জনগনের মাথা শক্ত, তাই ওরা কাঁঠাল ভেঙ্গে আরাম পায়।
৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি বেশ।
কিন্তু বানান বিভ্রাট থাকায় সাবলীল হয়নি।
আশা করি নজর রাখবেন।
শুভেচ্ছা।
৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৯
কাইকর বলেছেন: বেশ ভাল লাগলো
৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: যদি অন্য ভাষায় মন্তব্য করি তাহলে কি রাগ করবেন?
おはようございます!
今朝の根室は6時の気温13.6度で、風もなく暖かい朝です。
けさの朝活は、根室総合運動公園でウォーキング終了。
雲ひとつない快晴の五月晴れです。
気分爽快で、きょう、明日仕事頑張ります!それでは今日も元気で行きましょう。
今朝の写真は・・・穏やか五月の根室湾と弁天島防波堤灯台です。
slow2秒で撮っています。
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ রাত ৮:৩২
স্ব বর্ন বলেছেন: ভোটের সময় ভাই ভাই ভোট ফুরালে আর দেখাই নাই।অসাধারন লেখা!!!!!বিশেষ করে ভাল লেগেছে বিষয়বস্তু নির্বাচন।