![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে পথে আমি যাইনি
যে পথ আমি আজও চিনিনি ;
অথচ সে পথের ওপারেই সফলতা ছিলো।
যে পথে আজ চলছি
সে পথেই পথ হারিয়ে ফেলেছি ;
কারন এই পথটা কখনোই আমার ছিলনা।
যে পথে যাবো ভেবেছি
কাঁটা দেখে ফিরে চলে এসেছি ;
অথচ সে কাটা আমার জন্য আশীর্বাদ ছিলো।
যে পথ আমার যোগ্য না
সে পথটাই আজ আমার চেনা ;
কিন্তু সেই চেনা পথই আমাকে দিকভ্রান্ত করছে।
২| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: কাজী জুবেরী মোস্তাক,
যেখানে যেতে চেয়েছিলেন সেখানে হয়তো যেতে পারেননি, কিন্তু যেখানে পৌঁছে গেছেন মনে হয় সেখানে যাওয়াই আপনার প্রয়োজন ছিলো ।
সুন্দর হয়েছে কবিতা।
৩| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৪| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:১৭
মেঘ প্রিয় বালক বলেছেন: জীবনে কিছু কিছু পদক্ষেপ আমরা ভালোর জন্য গ্রহন করি,কিন্তু সেই পদক্ষেপ য়ি আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। কবিতার সাথে বাস্তবতার কিছু মিল রয়েছে। খুব ভেবে চিন্তে লিখেছেন।
৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩১
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ সুহৃদ
৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩২
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩২
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ
৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩৩
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: জ্বী
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।