![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানের ঠিক কিছুটা উপরে একটা পিস্তল তাক করা ,
সামনে সাজানো রয়েছে বিশাল এক পেটোয়া বাহিনী ,
পিছনেও পড়ে আছে রাজ্যের তামাম রক্ষি বাহিনী ;
কারনতো একটাই জনতাকে ওদের মতো
করতে না পারা ৷
গণতন্ত্র নামক এক দিল্লিকা লাড্ডু ঝুলিয়ে রাখা সামনে ,
একনায়কতন্ত্রকেও বৈধতা দিয়ে ; নাম তার আজ গণতন্ত্র ,
স্বার্বভৌমত্ব ভেবে ছিনিয়ে নিয়ে দেখি সেও এক ষড়যন্ত্র ,
সব তন্ত্রেরই ঠিক একই মন্ত্র যা জনতার
কাপর খোলে ৷
স্বৈরাতন্ত্রের নিয়মিত চলাচল আজকে আমার রন্ধ্রে-রন্ধ্রে ,
স্বাধীনতা'তো হলো এক ট্রাম তার কার্ড জুয়ার টেবিলে বসে ,
সব তন্ত্রকেই দেখি দিনের শেষে স্বার্থতন্ত্রেই
গিয়ে মিশে ,
বাম ঘরামী স্বভাব আমার সেতো শুধুই আপন দম্ভে ৷
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা অনেক শু্ভেচ্ছা রইল
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: স্বৈরাচারী প্রহসন বন্ধ হোক।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০১
অক্পটে বলেছেন: আমাদের দেশে যা চলছে তাওতো গণতন্ত্র। প্রতি ৫ বছরে ভোটের মাধ্যমে ক্ষমতা রিনিউড হয়।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৯
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: হ্যাঁ
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৯
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: অনুপ্রাণিত হলাম ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২১
বাংলার এয়ানা বলেছেন: উগান্ডার বর্তমান অবস্থা কি এই, খুবই খারাপ।