| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইরিন সুলতানা
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন*** ----------------------------- ::: সুস্থ ব্লগিং নীতিমালার সঠিক বাস্তবায়ন চাই ::: -----------------------------
ফের যদি মুখোমুখি দাঁড়াই মোরা
কি করবে সেই ক্ষণে ?
হেঁটে চলে যদি পা দু’জোড়া
হাতদুটো উষ্ণতা ভাগাভাগি করে,
অনুভব ভাঙে আড়মোড়া
শীতল রাতের মাতাল সমীরণে
জাগবে কি শিহরণ অনুরণে !
যদি ফের গাই কোন গান
এক তারে বেঁধে নিয়ে প্রাণ
তুমিও কি সাধবে সুর ?
দখিনা বাতাসে হিল্লোল তুলে
ছড়াবে সেই তান বহুদূর
আবেগী ডিঙ্গি হবে বহমান
স্বপ্ন কি তবে ছোবে আসমান !
চোখ তুলে চাই যদি ফের
সিক্ত হয়ে উচ্ছ্বাসে ঢের
তোমার উজ্জ্বল বাদামী চোখে
একরাশ রক্তিম আভা মেখে
আমারি মত হয়ে উন্মুখ
ভুলে গিয়ে ক্লেশ¬
পরশিবে কি সুডৌল চিবুক!
তুমি আর আমি মুখোমুখি হলে
সুনীল সমুদ্র জোয়ারেতে দোলে
তুমি আমি যবে চোখ রাখি চোখে
নীলাকাশ জেনো রংধনু আঁকে
হাতে হাত রেখে হেঁটে চলি যদি
সাগরে মেশে যে মাতাল নদী
ছুঁয়ে যাও যবে মায়ায় ভীষণ
তাপদাহ মাঝে ঘন বরিষণ।
সত্যি কি তুমি আসবে
একসাথে কি হাঁটবে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
এখানে প্রতীক্ষারত দিন-রাত ।
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৫
আইরিন সুলতানা বলেছেন: পরথম + টা তুমিই দিলা দেখি... ![]()
২|
২২ শে মে, ২০০৮ রাত ১২:০১
রাতমজুর বলেছেন:
চোখ তুলে চাই যদি ফের
সিক্ত হয়ে উচ্ছ্বাসে ঢের
তোমার উজ্জ্বল বাদামী চোখে
একরাশ রক্তিম আভা মেখে
আমারি মত হয়ে উন্মুখ
ভুলে গিয়ে ক্লেশ¬
আসবে কি তুমি
হাঁটবে কি একসাথে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
এখানে প্রতীক্ষারত দিন-রাত ।
(দীর্ঘশ্বাস)
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৪
আইরিন সুলতানা বলেছেন: শেষ প্যারাটা একটুখানি পরিবর্তন করে ফেললাম মাত্র ....
(আহারে.......)
৩|
২২ শে মে, ২০০৮ রাত ১২:০১
কালপুরুষ বলেছেন: আরিব্বাস্!! চমৎকার! অসাধারণ! আর কিছু বলার নেই।
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৫
আইরিন সুলতানা বলেছেন: আপনার শব্দ ভান্ডার ফুরিয়ে গেল !!!
হায়! একথাও শুনতে হলো
![]()
৪|
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কবিতা বুঝিনা। প্লাস। ![]()
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৭
আইরিন সুলতানা বলেছেন: আমিও না ![]()
৫|
২২ শে মে, ২০০৮ রাত ১২:০৯
রাতমজুর বলেছেন:
ছোটমামী, আমার কুবতে এডিট করলে ফাঁস কৈরা দিমু কইলাম (
)
৬|
২২ শে মে, ২০০৮ রাত ১২:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাইলে লিখেন কেমনে?
৭|
২২ শে মে, ২০০৮ রাত ১২:১০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সত্যি কি তুমি আসবে
একসাথে কি হাঁটবে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
এখানে প্রতীক্ষারত দিন-রাত ।
এই ব্যাপারে একদিন বসতে হবে... কত আর ওয়েটিং? সব সমস্যার সমাধান হওয়া দর্কার.. ![]()
মোহামেডান এর পক্ষ থেকে পিলাচ ![]()
২২ শে মে, ২০০৮ রাত ১২:১৮
আইরিন সুলতানা বলেছেন: আমি তো আবাহনী .... ![]()
৮|
২২ শে মে, ২০০৮ রাত ১২:২১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আবাহনী ফচা
মাইনাচ
৯|
২২ শে মে, ২০০৮ রাত ১২:২৬
একরামুল হক শামীম বলেছেন: আহারে প্রতীক্ষা 
দোলনডা খালি..![]()
২২ শে মে, ২০০৮ রাত ১২:৩৩
আইরিন সুলতানা বলেছেন: হ !
১০|
২২ শে মে, ২০০৮ রাত ১২:২৮
রাতমজুর বলেছেন:
@ টাকলু ভাই (প্রত্যুৎপন্নমতিত্ব)
আবাহনী জিন্দাবাদ
১১|
২২ শে মে, ২০০৮ রাত ১২:৩২
শাওন বলেছেন: সুইট প্লাস । খুবই দারূণ আইরিনাপু । ![]()
২২ শে মে, ২০০৮ দুপুর ২:২৮
আইরিন সুলতানা বলেছেন: সুইট ধন্যবাদ ...
১২|
২২ শে মে, ২০০৮ রাত ১২:৩৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কি সাম টাকলু জানি???????
ঝাতি ঝান্তে চায়... @ রাতমজুর
১৩|
২২ শে মে, ২০০৮ রাত ১২:৩৮
রাতমজুর বলেছেন:
@প্রত্যুৎপন্নমতিত্ব
আমি হ্যান্ডছাম হাফ-টাকলু (ইশ! কইন্যাডা যে কৈ গেল!!!)
আপনে মোটু ফুল-টাকলু। ![]()
১৪|
২২ শে মে, ২০০৮ ভোর ৫:৩৩
রাশেদ বলেছেন: ওরে বাবা! জটিল পোস্ট!
২২ শে মে, ২০০৮ দুপুর ২:৩০
আইরিন সুলতানা বলেছেন: তাই নাকি !!!!
১৫|
২২ শে মে, ২০০৮ সকাল ৭:৪৬
দূরন্ত বলেছেন: শিরোনাম দেখেই ভালো লাগলো। আর কবিতা পড়ে তো পুরোপুরি মুগ্ধ।![]()
১৬|
২২ শে মে, ২০০৮ রাত ১০:১২
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
এলোমেলো কল্পনায়.....কল্পনার জোয়ারে ভাসে
স্রোতের টানে
জলকণা........!
কি দারুণ! অসাধারণ! অভূতপূর্ব.........................!
সো এক্সিলেন্ট এলোমেলো কল্পনায়.........!
যেনো কল্পনার দিবারাত্রি
সূচীত হয় ভোরের আভায়
আর শেষ রাত্রির শেষ বেলায়!
//////তুমি আর আমি মুখোমুখি হলে
সুনীল সমুদ্র জোয়ারেতে দোলে ....////////
কল্পনার জোয়ারে ভাসা
পদ্ম গোলাপ!
গদ্যে পদ্যে মিশে যায়
হয়ে যায় একাকার!
মুখোমুখি দু'জনাতে
একসাথে হাতে হাত
সমুদ্রের জলরাশিগুলো
এক হয়....এক সাথে !
২২ শে মে, ২০০৮ রাত ১১:২০
আইরিন সুলতানা বলেছেন: অসাধারণ বিশ্লেষণ....মূল কবিতাটি তুচ্ছ হয়ে গেল ....
১৭|
২২ শে মে, ২০০৮ রাত ১০:৪৭
পথিক!!!!!!! বলেছেন: মহা চমেৎকার হইছে
.....কোন সে জন
যার অপেক্ষায় হে নারী তুমি
প্রাণ উজারী প্রতিক্ষার ডানা মেলে
দিয়াছ ঘনঘটা মেঘ ছাড়ি সূর্য মামার বাড়ী।
২২ শে মে, ২০০৮ রাত ১১:১৯
আইরিন সুলতানা বলেছেন: বাপরে ! জটিল ভাব প্রকাশ হয়েছে তো ...
১৮|
২৩ শে মে, ২০০৮ দুপুর ১:১১
পথিক!!!!!!! বলেছেন: হইতেই হবে
১৯|
২৩ শে মে, ২০০৮ দুপুর ১:৩৭
বালুকাবেলা বলেছেন: সত্যি কি তুমি আসবে
একসাথে কি হাঁটবে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
সত্যি এক অসাধারন
প্রতিক্ষায় চেয়ে থাকা
আমার এই অবুঝ মন।
দারুন লিখেছেন.....।
২০|
২৪ শে মে, ২০০৮ রাত ১:২৭
সারওয়ারচৌধুরী বলেছেন:
প্রতীক্ষাতেই প্রেম উজ্জল চিকচিক আর অধরাকে ধরার আকুলতার বিভা!
২৪ শে মে, ২০০৮ রাত ১:৩২
আইরিন সুলতানা বলেছেন: যাক, আপনার ব্লগে কমেন্ট করার জায়গা পাচ্ছিলাম না আসলে ![]()
যেটা ওখানে বলতে চেয়েছিলাম..সেটা এখানে বলি.আগেও বলেছি..ছোট্ট কথা...
কারো কারো ব্লগে টাইম পাস করতে ভাল লাগে....
যারা খুব সহজে কথায় কথায় মুখ খারাপ করে , তারা আসলে দূর্বল চিত্তের নয়তো তারা আসলে খেলুড়ে মনোবৃত্তির ....
২১|
২৪ শে মে, ২০০৮ রাত ১:২৯
অমিত বলেছেন: সারওয়ার নীলপরি এসেছিল ?
২৪ শে মে, ২০০৮ রাত ১:৩৩
আইরিন সুলতানা বলেছেন: এটা আমার ব্লগ..খেয়াল করেছেন তো ?
২২|
২৪ শে মে, ২০০৮ রাত ১:৩৮
সারওয়ারচৌধুরী বলেছেন:
ক'দিন ধরে ব্যক্তিগত ব্যস্ততায় সময় পার হচ্ছে বেশি। আপনার ব্লগে প্রথম লিখতে চেয়েছিলাম- 'কেমন আছেন?'
কিন্তু লিখতে ভুলে গেছি।![]()
আসলে ব্লগটা মননশীল চর্চার একটা ভালো ক্ষেত্র হতে পারতো। যারা তরলতার চর্চা করতে পছন্দ করেন করুন। সিরিয়াসদেরকে ডিস্টার্ব না করলেই হয়।
শাইহানের খবর কি?
ভালো থাকুন সারাক্ষণ।
২৪ শে মে, ২০০৮ রাত ১:৪৭
আইরিন সুলতানা বলেছেন: ভালই আছি, ওয়ার্কশপ করালাম অফিসে, তাতেই দৌড়ঝাঁপে গেল...সামনেও বোধহয় একটা আছে...
শাইহানের রেগুলার ফিজিও চলছে....শাইহান বসতে পারে...তাই মাঝে মাঝে অনলাইনের আসতে পারে...সেদিন তার স্ট্যাটাস ম্যাসেজ ছিল ..."ইমপ্রুভিং"........
আজকে সারাদিন গেল ওয়ার্ডপ্রেসে একটা সাইটের সাজগোজ করতে করতেই ....
২৩|
২৪ শে মে, ২০০৮ রাত ১:৫৮
অমিত বলেছেন: আইরিন সুলতানা, না খেয়াল করি নাই। প্রশ্নটা যেহেতু সারোয়ারকে করা, সুতরাং এটা কার ব্লগ, তার দলিল বা ইতিহাস ঘাটার প্রয়োজন বোধ করি নি। আপনার ব্লগে ঢোকা আমার জন্য নিষিদ্ধ কি না সেটা জানি না, বা ব্লগের কনটেন্ট না দেখে অন্য কোনও ব্লগারকে প্রশ্ন করা যাবে না, এই নর্মটা মেনে চলার ব্যাপারে এখানে কোনও বাধ্য বাধকতা আছে কি না, সেটাও কোথাও চোখে পড়ে নি।
২৪ শে মে, ২০০৮ রাত ২:১৫
আইরিন সুলতানা বলেছেন: ...বা ব্লগের কনটেন্ট না দেখে অন্য কোনও ব্লগারকে প্রশ্ন করা যাবে না,....
-------------------------------------------------------------------------
অমিত - উত্তর ভালই দিলেন ।
আমার পোস্ট পড়েও দেখেননি !!! ওহ !!!! অথচ স্ক্রল করে নেমে একটা মন্তব্য করে বসলেন অন্য ব্লগারকে.....
আমার ব্লগে আসা নিষেধ নয়...দলিল ঘাটতেও হবে না.....তবে সারওয়ারচৌধুরী কে দেয়া তখনকার মন্তব্যটি অন্যরকম মনে হয়েছিল, এবং আমার এই অন্যরকম মনে করার কারনটাও আপনি জানেন..এই প্রসংগ নিয়ে উনার ব্লগে অনেকেই মন্তব্য করেন.... আপনার যদি উনাকে প্রশ্ন করার এতই শখ থাকে তাহলে "এ ধরনের প্রশ্ন" উনার ব্লগে গিয়ে করলেই খুশি হই ।
তাছাড়া উনি তো আমার ব্লগে করা আপনার প্রশ্নের কোন উত্তর দেননি...
শুধু শুধু নিজেকে জাসটিফাই করার জন্য জবাব না দিলেই হয়....
২৪|
২৪ শে মে, ২০০৮ রাত ২:২২
অমিত বলেছেন: এবং আমার এই অন্যরকম মনে করার কারনটাও আপনি জানেন..এই প্রসংগ নিয়ে উনার ব্লগে অনেকেই মন্তব্য করেন....
আচ্ছা এইবার তো আমি একটু এমবার্যাসড ফিল করলাম। অনেকদিন সারোয়ার কে দেখি না, তাই মন্তব্যের ঘরে তার নাম দেখে ভাবলাম তাকে প্রশ্নটা করে যাই। এখানে আমার প্রশ্ন করার মধ্যে কার ব্লগে করছি, সেটা আসলেই চোখে পড়ে নি। তবে আপনার ব্লগে সারোয়ারকে প্রশ্ন করা, সে উত্তর দিক বা না দিক, যদি আমার অন্যায্য অধিকার হয়ে থাকে, তবে সেটাকে জাস্টিফাই করার বিন্দমাত্র চেষ্টা করার প্রয়োজন দেখছি না। আচরণ রুড মনে হয়ে থাকলে দুঃখিত।
২৪ শে মে, ২০০৮ রাত ২:২৫
আইরিন সুলতানা বলেছেন:
ঠিক আছে । বোঝাপরা তাহলে এখানেই শেষ হউক ।
শুভেচ্ছা ।
২৫|
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: তুমি আর আমি মুখোমুখি হলে
সুনীল সমুদ্র জোয়ারেতে দোলে
তুমি আমি যবে চোখ রাখি চোখে
নীলাকাশ জেনো রংধনু আঁকে ..................বাহ!!!!!!!!!!!!!
চমৎকার হে কবি।
ভালো লাগায় মন ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা নিন , কেমন আছেন আপু?
ভালো থাকুন সব সময়।
২৪ শে মে, ২০০৮ সকাল ১১:২৭
আইরিন সুলতানা বলেছেন: ভাল আছি, অফিস-বাসা , দুই মিলে ব্যস্ত আছি, বাসা বদল করছি, তাই বুঝতেই পারছেন , এখন সবকিছু পুরোদস্তুর এলোমেলে................ ![]()
ধন্যবাদ আপনাকে আর শুভেচ্ছা ...
২৬|
২৪ শে মে, ২০০৮ সকাল ১০:৩২
বিবর্ণ বলেছেন: কবিতাটা আমি বুঝতে পারিনি, অনুভব করেছি।
২৪ শে মে, ২০০৮ সকাল ১১:২৫
আইরিন সুলতানা বলেছেন:
অভিধানগত শব্দার্থকরণের চেয়ে অনুভবটাই বড় ।
২৭|
২৪ শে মে, ২০০৮ সকাল ১১:২৯
হাবীব ইমন বলেছেন: জোস্ !!!!!!!
২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:২৬
আইরিন সুলতানা বলেছেন: থ্যাংকসস!!!!!!!
২৮|
২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৪
অদ্ভুত আঁধার এক বলেছেন: "নীলাকাশ জেনো রংধনু আঁকে"
এ লাইনটা খুব সুন্দর......
ভাল লাগসে......।।
২৯|
২৪ শে মে, ২০০৮ দুপুর ১:২৭
আজম মিজান বলেছেন: http://www.somewhereinblog.net/blog/mizanpoet
৩০|
২৪ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৭
আবু সালেহ বলেছেন:
"যদি ফের গাই কোন গান
এক তারে বেঁধে নিয়ে প্রাণ
তুমিও কি সাধবে সুর ?
দখিনা বাতাসে হিল্লোল তুলে
ছড়াবে সেই তান বহুদূর
আবেগী ডিঙ্গি হবে বহমান
স্বপ্ন কি তবে ছোবে আসমান "
দারুন লিখেছেন....এলেমেলো ভাবনা...আর কথন..
স্বপ্নগুেলা স্বপ্ন রয়ে যায়
হয়ে যায় বিবর্ণ...
ঝরে যায় শকনো পাতার মতো..
তবুও স্বপ্ন রয় বুকে
ছুতে চায় আকাশটাকে....
৩১|
২৭ শে মে, ২০০৮ সকাল ১১:১৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: নতুন লেখার অপেক্ষায়.................।
ভালো থাকুন।
শুভেচ্ছা নিন।
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:১৭
আইরিন সুলতানা বলেছেন: ![]()
আসিতেছে.....
ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০০৮ রাত ১১:৫৮
চিকনমিয়া বলেছেন: নো কমেন্টচ
তয়
পেলাচ