নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসি ভালবাসি.....

ফুলে ফুলে ভরে যাক সারা এ ভুবন, রংধনুর মতো সাত-রং এ রঙিন হোক আমরণ এ জীবন। দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানায়। হাসির কলসিতে কানায় কানায় পুর্ণ হউক সবার জীবন ☺ ☺

› বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি ভালোবাসি - লিরিক্স

০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫০



ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি

সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি!!

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি...

(ঠাকুরজী)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৫

আল-আমিন হুসাইন বলেছেন: :((

০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৮

বলেছেন: ভাইয়া? আপনি কাঁদছেন কেন? :O

২| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৬

আল-আমিন হুসাইন বলেছেন: :((

৩| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:০৪

আল-আমিন হুসাইন বলেছেন: বইন হাসি আপনের হাসি দেইক্কা, :P

৪| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:০৬

আল-আমিন হুসাইন বলেছেন: বইন কেনর পরে একখান কি বসাইছেন গো বইন।

০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:০৮

বলেছেন: অহোউঃ :) এইটা তো ইমোজি । ফেসবুকে দেন না :O ইমো?

৫| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:




ঠাকুরজী মানে রবী ঠাকুর?

২৮ শে জুন, ২০১৬ রাত ৩:৪৬

বলেছেন: হ্যাঁ, আপনি এতদিনে বুঝলে?

৬| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৩

হুমম্‌ বলেছেন: ভালো লাগা
+++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

বলেছেন: হুমম ভাল থাকুন।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: অনামিকা ???????????????????? :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

বলেছেন: উহু না।

৮| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গান ভাল লাগার গান

কিন্তু আপনার নাম টা কি হাহাহাহাহ

হাসি নাকি

২৭ শে মে, ২০১৭ রাত ১:১৯

বলেছেন: আপনার জীবন হয়ে ওঠুক আনন্দময়। :)

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

বিজন রয় বলেছেন: আপনার নিক নাম কি?

নতুন পোস্ট দিন!

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৬

বলেছেন: হাসি ডাকতে পারেন আপনি। :)

১০| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: ও কে, ধন্যবাদ।

১১| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

নাগরিক কবি বলেছেন: সুন্দর, ভালবাসা বেঁচে থাকুক।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

বলেছেন: হিঃ হিঃ হিঃ

১২| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

নাগরিক কবি বলেছেন: হাসেন কেনো? রবী কি বেশি হাসে নাকি ;)

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

বলেছেন: আমি মন্তব্য না কোরলে আপনি করতেন না। গিব এন টেক মনে করে হাসলাম। হিঃ হিঃ

১৩| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

নাগরিক কবি বলেছেন: আপনি মন্তব্য করলেও আমি করতাম না। এমন অনেকেই আমার পোস্টে মন্তব্য করে যাদের ব্লগে অনেক সময় যাওয়া হয় না, অনেকটা ইচ্ছে করেই। আপনার ব্লগে আসার একটাই কারণ ছিলো তা হচ্ছে আপনার ইউজার নেম অর্থাৎ আপনার নিক। খালি একটা ইমো। এটাই আপনার ব্লগে আমাকে আনতে উৎসাহী করেছে। আর আজকেই আমি আপনাকে প্রথম দেখেছি। তাও এম্ন একটা নিক নেম, যা অনেককেই উৎসাহিত করবে।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

বলেছেন: ওহু! মোন খারাপ করে ফেলার জন্য স্যরি। আসলে এটা পাঞচ ছিল।

ঠিক আছে, ভালো থাকুন ভাইয়া।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

নিয়াজ সুমন বলেছেন: ভালোবাসায় পরিপূর্ণ হোক আপনার লেখার আঙিনা।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আমার প্রিয় একটি গান...

১৬| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: হাসিটুকু চির অমলিন থাক! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.