নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

আইডিয়া!!! পয়সা লাগত না, মাগনা দিলাম

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

এই ব্লগে অনেকেই বয়সে অনেক তরুন তাই তাদের না জানারই কথা। লেইট সেভেন্টির দিকে বাংলাদেশে একখান সিনেমা খুবই আলোড়ন তুলেছিল "গোলাপী এখন ট্রেনে" পরিচালক আমজাদ হোসেন। সেই ছবিতে গোলাপী চরিত্রে অভিনয় করে ছিলেন নায়িকা ববিতা। ববিতার ঠোঁটে ছবির টাইটেল সঙটি গীত হয়ে ছিল, "হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এজীবন জইলা পুইড়া শেষ ত হইল না..." বিক্ষ্যাত গান! ববিতা, আনোয়ারা ও রওশন জামিল ট্রেনে করে গান গাইতে গাইতে ভিক্ষা করেছেন।



আমাদের দেশের ভিক্ষুক সম্প্রদায়ের একটা বড় অংশ গান গেয়ে গেয়ে ভিক্ষা করে থাকেন। গান গাওয়াটা তারা পুরোপুরি প্রফেশনালী করে থাকেন। গান শুনে মানুষের হৃদয় গলিত হলে তবেই ভিক্ষা, ভিক্ষুক ভাই/বোনদের উপার্জন। যার গানের পারফরমেন্স/গলা যত ভাল তিনি তত ভাল উপার্জন করবেন। দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক তারকা জাতীয় গায়ক গায়িকারাও সখের বশে গান করে থাকলেও এই গরীব মানুষেরা কিন্তু গান করে থাকেন পুরোপুরি প্রফেশনালী। মানে গানই তাদের একমাত্র রুটি রুজী। সেই ক্ষেত্রে বাংলাদেশের আনাচে কানাচে ছিটিয়ে থাকা প্রফেশনাল এই শিল্পী সম্প্রদায়কে নিয়ে আমার একটা আইডিয়ার কথা বলি। এই জাত শিল্পীদের নিয়ে একটা গানের প্রতিযোগীতা করলে কেমন হয়! বর্তমান অখাদ্য আরোপিত সব রিয়েলিটি বস্তা পচা রদ্দি শো গুলির সব ছুট্টি হয়ে যাবে। গ্যারান্টি! আইডিয়াটা কেমন ঝাড়লাম দাদা? টিভি অলারা এমন একটা আইডিয়া চিন্তাও কর্তে পারে নাই, দিয়া দিলাম মুফতমে। একটা হাই রেটেড প্রাইম টাইম আইটেম, কর্পোরেট কম্পানী গুলোর হাঙ্গামা করার জন্য মোক্ষম একটা অস্ত্র আর দর্শকরাও পাবেন অসাধারন কিছু প্রতিভার। কি, ঠিক কইলাম কিনা? আশা করি ব্লগ পাঠক মাত্রই এক মত হবেন আমার সাথে।



ব্যাপারী, আরেকটা কোটি টাকার আইডিয়া মাগনা দিয়া দিলাম। যান মিঞারা কামাইয়া খান, তাও একটা জেনুইন কিছু করেন।



:P

মন্তব্য ১৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬

রাতমজুর বলেছেন: অখনি ফুডা থাল লৈয়া ফারমগেট বইতেছি :)

২| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮

নিঃসঙ্গ বলেছেন: রাতমজুর ভাই আমি আপনারে পঞ্চাশ পয়সা দেয়ার জন্য আসতেছি ;)

৩| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১

আলী আরাফাত শান্ত বলেছেন: দেখি ছালা-আমরে কই একুশের!
টেকা দেয় কিনা:)

৪| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১

নাজিম উদদীন বলেছেন: সস্তা আইডিয়া, তয় কাজে লাগলে এটাই দামী হইয়া যাইব।

৫| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

বন্ধনহীন বলেছেন: চমৎকার আইডিয়া।
আইডিয়াটিতে আঠা লাগানো হোক।

৬| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

আকাশনীল বলেছেন: রাতমজুর ভাই আমিও আপনারে পঞ্চাশ পয়সা দেয়ার জন্য আসতেছি ;)

৭| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

নিম পাতা বলেছেন: লগে আমারেও লই লিয়েন আন্নে গীত ধইরেন মুই ফুডা থালা ধরবা নে

৮| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩

রাতমজুর বলেছেন: ডেরেস ডিজাইন কারে দিয়া করামু? ;)

৯| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা .. ক্ষেপসেন মুনে হয় হেভি !! :)

১০| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

নিম পাতা বলেছেন: লাদা ভাই ঘরে লাল বা সাদা গরম পানির বোতল আছে নি মোর শীত শীত লাগছে তয় মুরে কইলাম বাকী দেওয়া লাগবো

১১| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: নিঃসঙ্গ বলেছেন: রাতমজুর ভাই আমি আপনারে পঞ্চাশ পয়সা দেয়ার জন্য আসতেছি

১২| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

রাতমজুর বলেছেন: ওয়াও!!! :) দেড়টাকা হৈছে!!!

১৩| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১১

মনির হাসান বলেছেন: ... লালটু ভায়া খাড়ান ... খবর আরো'ও আছে ... এইবার নাকি এম'টিভির স্পিটভীলা'র নকল বাইরাইবো .... জীবনে তো কিছুই হইলো না ... এবার যদি কিছু একটা ................

১৪| ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬

হমপগ্র বলেছেন: হুমমমমমম........................

বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.