নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজের মাঝে লাল

Every emotion have a feelings. But every feelings have no emotion.

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল)

World is totally meaningless. Though sometime you will find here happiness. But length of happiness is highly limited. Original color of the world is black.

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) › বিস্তারিত পোস্টঃ

ওয়েবসাইট কেন এত গুরুত্বপূর্ণ

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

একুশ শতকে কম্পিউটার আমাদের জীবনকে আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইট অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না।



LALSOBUJ IT- A Center For Quality Training



ওয়েবসাইট হচ্ছে এমন একটি প্রচার মাধ্যম যেখানে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অত্যন্ত স্বল্প সময়ে স্বল্প খরচে বেশি সংখ্যক মানুষের কাছে নিজেকে কিংবা তার পণ্য / সেবার বিস্তারিত বিবরণ তুলে ধরতে সক্ষম। একটি ওয়েবসাইট যে কোন প্রতিষ্ঠানের অফিসিয়াল মুখপত্র হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারনে গ্রাহক/ ক্রেতারা বাসায় বসেই জানতে পারছে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন পণ্যের মুল্যসহ বিস্তারিত তথ্য কিংবা সার্ভিস চার্জসহ সেবাসমূহের ব্যপারে। অত্যন্ত স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে প্রতিষ্ঠানের পণ্য/সেবার বিস্তারিত বিবরণ দ্রুত পৌছে দিতে সক্ষম বলেই ওয়েবসাইট বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আজ প্রতিটি আদর্শ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট থাকা অপরিহার্য্য।



LALSOBUJ IT- A Center For Quality Training



ওয়েবসাইট এখন হাতের নাগালে

প্রায় দুই দশক সময় ধরে বাংলাদেশ বিশ্বের সাথে সংযুক্ত আছে ইন্টারনেটের মাধ্যমে। এ দীর্ঘ সময়ের তুলনায় ইন্টারনেট জগতে বাংলাদেশী ওয়েবসাইট এর সংখ্যা নিতান্তই অল্প। বর্তমানে এদেশের ৯০ ভাগ প্রতিষ্ঠানের নিজস্ব কোন ওয়েবসাইট নেই। ইচ্ছে থাকা সত্ত্বেও বহু প্রতিষ্ঠান ওয়েবসাইট বানাতে পারছে না অত্যাধিক খরচের কারনে। দেশের তৃণমূল পর্যায়ে ওয়েবসাইটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের যাত্রা শুরু। ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে আমরা অফার করছি অত্যন্ত সহজলভ্য ওয়েব ডিজাইন প্যাকেজ। পৃথিবীর সবচেয়ে কম মুল্যে মাত্র ২৫০০ টাকায় টপ লেভেল ডোমেইনসহ ৫-১০ পেইজের আন্তজার্তিক মানের ডিজাইনকৃত ওয়েবসাইট সেবা দিচ্ছি একমাত্র আমরাই। ফলে মুধুমাত্র কোন প্রতিষ্ঠান বা সংস্থা নয়; এখন ইচ্ছে করলে আপনিও ব্যক্তিগতভাবে একটি ওয়েবসাইটের গর্বিত মালিক হতে পারেন। এছাড়াও আপনি চাইলে শর্তসাপেক্ষে মাত্র ৫০০ টাকাতেও আপনার জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরী করে দিতে পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.