![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
World is totally meaningless. Though sometime you will find here happiness. But length of happiness is highly limited. Original color of the world is black.
সবাইকে চমকে দিয়ে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি হন ? (এটি একটি কাল্পনিক চিন্তা মাত্র)
তাহলে কেমন হয় ?
ভেবে দেখুন এর মাধ্যমে ভবিষ্যতে সাড়ে চার বছরের জন্য একটি ‘জাতীয় সরকারের’ পথ সুগম হয় কি না ?
১. আওয়ামী লীগের ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মেয়াদ আর কয়েকমাস। গত নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর ক্ষমতায় আছেন কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে আগামী আরো ৫ বছরের জন্য ক্ষমতার শীর্ষে থাকতে পারবেন। তাঁর দল আগামী নির্বাচনে পরাজিত হলেও।
২. আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে তো কোন চিন্তাই নেই আর বিএনপির নেতৃত্বাধীন জোট বিজয়ী হলে সেই সরকারের ক্ষমতার শীর্ষেও থাকবেন শেখ হাসিনা।
৩. আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ক্ষেত্রে ক্ষমতায় থাকছেন রাষ্ট্রপতি হিসেবে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া। এ ক্ষেত্রে দেশের মানুষের চিন্তার যে ‘জাতীয় সরকার’ তার প্রতিফলন দেখা যাবে। (কেননা চলতি ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো এবং আগামী ৫ বছর বিএনপি ক্ষমতায় থাকবে( নির্বাচিত হলে)। আবার কেউই ক্ষমতাহীন হবেন না)।
৪. শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে প্রধানমন্ত্রী পদে আরেকজনকে বসাতে পারছেন কয়েকমাসের জন্য। এতে ভবিষ্যত আওয়ামী লীগের নেতৃত্ব বিকাশের একটি সুযোগ থাকছে। কয়েকমাসের জন্য হলেও যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লাভ করবেন। যার সুফল ভবিষ্যতে ভোগ করবে আওয়ামী লীগ। আর যদি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ বিজয়ী হয় তাহলে তা হবে আরো ভালো।
৫. ক্ষমতায় থাকুক বা না থাকুক মৌলবাদীদের টার্গেট যে শেখ হাসিনা তার বড় প্রমাণ বিএনপি সরকারের মদদে ও ছত্রছায়ায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় তাঁকে হত্যার চেষ্টা। শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে।
৬. শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে যুদ্ধাপরাধীদের ফাঁসি আদেশ সাধারণ ক্ষমা করার সুযোগও থাকবে না। সেই সাথে সাধারণ ক্ষমা করার সুযোগ থাকবে না বিএনপি সরকারের সময়ের দুর্নীতি মামলায় দণ্ডিতদেরও।
৭. আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাষ্ট্রপতি হিসেবে শেখ হাসিনাকে অভিশংসনের সুযোগ থাকছে না। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শেখ হাসিনা চাইলে প্রধানমন্ত্রীর যে কোন পরামর্শ অগ্রাহ্য করতে পারবেন। সেই অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন না। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির পদটি যে অলংকারবহুল নয়, তাও প্রমাণিত হবে।
৮. শেখ হাসিনা রাষ্ট্রপতি থাকলে যে চেতনায় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সে চেতনা বাস্তবায়নের পথ কেউ রুদ্ধ করতে পারবে না বরং সে চেতনা বাস্তবায়নের পথ আরো সুগম হবে।
সহিংস রাজনীতির কারণে দারুন বিরক্ত অনেকে প্রায়ই বলেছেন এবং বলছেন আগামী নির্বাচনের সময় সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক নির্বাচিত সদস্য নিয়ে জাতীয় সরকার গঠন করতে। শেখ হাসিনা রাষ্ট্রপতি হলে সেই চিন্তা সাময়িক সময়ের জন্য নয় বরং সে চিন্তা বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে অন্তত সাড়ে চার বছরের জন্য (যদি আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়)। আর আগামী নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে আবার বিজয়ী করে তাহলে তো জাতীয় সরকার নিয়ে আর আলোচনা করেও লাভ নেই। জনগনের সিদ্ধান্তকেই তো মেনে নিতে হবে।
তথ্যসূত্রঃ Click This Link
২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
দেশপ্রেমিক পোলা বলেছেন: হাসিনা যদি রাষ্ট্রপতি হয়ও তবে বিএনপি ক্ষমতায় আসার পরেরদিনই হাসিনেকে বিদায় করে দিবে। যত কঠিন নিয়ম হোক না কেন, বাংলাদেশে টিকবে না। আঈন তৈরি করবে প্রয়োজন হলে। এটাই বাংলাদেশ।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
সায়লা মাহিন বলেছেন: বাপ-কা বেটা, তাই হইতেও পারে !
৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাননীয় রাষ্ট্রপতি শেখ হাসিনা । বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি । বাহ শুনতে খারাপ লাগছে না ।
৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
আয়না বাবা০০৭ বলেছেন: গুজবে মাহমুদুর রহমানকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন মানবজমিনের মতিউর।
৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
শিরোনামে পর্যাপ্ত হিউমার ছিল
৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
সাইফ সানি বলেছেন: এমনে তো ভাবিনাই।
৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
চলতি নিয়ম বলেছেন: সবাইকে চমকে দিয়ে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি হন ? =p
তাইলে বর্তমান প্রধান মন্ত্রী কে হবেন ??
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
শিপন মোল্লা বলেছেন: হবেও তাই।