নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজের মাঝে লাল

Every emotion have a feelings. But every feelings have no emotion.

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল)

World is totally meaningless. Though sometime you will find here happiness. But length of happiness is highly limited. Original color of the world is black.

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭



শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

সেখানে দুই পক্ষের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ছুঁড়েছে পুলিশ

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: মতিঝিলে মহাসমাবেশ শেষে শনিবার বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশে হেফাজতে ইসলামের কর্মীরা হামলার চেষ্টা করে। এসময় দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

সাইবার সোহেল বলেছেন: ঘটনা এখানেই শেষ....

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

জানতে চায় বলেছেন: আর নয় প্রতিরোধ ,
এবার হবে প্রতিশোধ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুরা পালাইছে। সবার হাতে বাশ !


জানতে চায় বলেছেন: আর নয় প্রতিরোধ ,
এবার হবে প্রতিশোধ

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: শাহবাগের গণজাগরণ মঞ্চে হেফাজতের হামলা থেকেই প্রমানিত হয়,

হেফাজতে ইসলাম জামাত-শিবিরের লেবাস মাত্র।
জামাতে ইসলাম আর হেফাজতে ইসলাম এর মধ্যে আচরনগত কোন তফাৎ নেই।
এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
জামাতে ইসলাম এর সাথে সাথে হেফাজতে ইসলাম কেউ নিষিদ্ধ করা হোক।।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মুহসিন বলেছেন: সাথে এদের সমর্থনকারী সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকেও নিষিদ্ধ করার কি প্রয়োজন নেই?

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: আবার জিগায়.....??

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: ধর্মের কথা ধর্মের ভাষায় বলেন, কেউ মানা করবে না।
কিন্তু ধর্মকে পন্য বানিয়ে, আল্লাহ রাসুলকে মোড়ক বানিয়ে রাজনীতির খেলায় মাতবেন,
এটা কোন মতেই কেউ মেনে নেবে না।।

জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করাই এখন একমাত্র সমাধান।।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মৃন্ময় বলেছেন: aeikane klikan Click This Link

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

নায়করাজ বলেছেন: হেফাজতে ইসলামের মুখোশ খুলে পড়ে গেছে । এবার হবে প্রতিরোধ। যুদ্ধ ছাড়া সমাধান হবে না।

Click This Link

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর এই পোষ্ট দেখেই মনে হয়- চুলকানির কিছূ না পাইয়া - এক হনু চিক্কুর মারে নারী সাংবাদিক পিাইছে কইয়া !

আরেকজন আইছে- আবেগ নিয়া !!!!!

এই আক্রমন যে টুপি পিন্দা ছাত্রলিগ করে নাই প্রমাণ করেন!!!!

শান্তিপূর্ণ এমন সমাবেশ বাংলাদেশ ইতোপূর্বে দেখে নাই!!

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগু আইছে ল্যাদাইতে !

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ধূসর পানিপোকা বলেছেন: শাহবাগের সমস্ত কাঁঠাল গাছ কেটে ফেলা হোক ।নয়তো পাতার আশায় আবার আসতে পারে ।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.